পরীমনির গায়েহলুদের ছবি

পারিবারিকভাবে বিয়ে করেছিলেন পরীমনি। তখন ছবি প্রকাশিত না হলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেল 'রাজপরী' জুটির হলুদের অনুষ্ঠানের ছবি। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তার গায়েহলুদের অনুষ্ঠান হয়। সে আসরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়েছে। চলুন দেখি সেসব ছবি।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবি করতে গিয়ে দুজনের পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর।
সম্প্রতি তিনি জানালেন, তিনি মা হতে চলেছেন। রাজের আফতাব নগরের বাসায় পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।
দুই তারকার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে পরী ও রাজের গায়েহলুদের অনুষ্ঠান হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে নির্মাতা চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন।
শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’।
.প্রদীপ হাতে পরীমনি
অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।
গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর গোপনে সেসময় বিয়েও সেরেছেন নিজেরা! চলতি মাসে এ সমস্তই প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল আলম রাজ।
অনুষ্ঠানের ফাঁকে দুই নির্মাতা রেদওয়ান রনি ও গিয়াস উদ্দিন সেলিম।
