১৬ বছর পর প্রকাশিত হলো হামিন আহমেদের একক গান
মাইলস ব্যান্ডের শিল্পী হামিন আহমেদ। ২০০৬ সালে ব্যান্ড মাইলসের বাইরে একক গান প্রকাশ করেছিলেন তিনি। ১৬ বছর পর আবারও নতুন একক গান প্রকাশ করলেন এই গায়ক। গানটির কথা ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।
টিএম রেকর্ডস থেকে তার গাওয়া গান ও ভিডিও প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘যেও না চলে’।
১৬ বছর পর একক গানে ফেরার কারণ সম্পর্কে হামিন আহমেদ বলেন, ‘আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনো বেশি সময় দেইনি। ব্যান্ডের বাইরেও কিছু ধরনের গান, যা আমাকে উৎসাহিত করে, সেই ধরনের কিছু গান এখন থেকে গাইবো। এই গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য। এ গানটিও আড্ডার ছলে গিটারে সুর তুলতে গিয়েই সৃষ্টি। গানটি তৈরির প্রতিটি ধাপ এত সুন্দর করে করা হয়েছে, যা আমার জন্য খুবই আনন্দের। এভাবে গান তৈরির অভিজ্ঞতা আমার নতুন।’
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন হামিন আহমেদ। গিটার বাজিয়েছেন নিজেই। অংশ নিয়েছেন গানের চিত্রায়নেও। পুরো গানটি চিত্রায়িত হয়েছে মালদ্বীপে।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান নাহিদ।
ইতিমধ্যে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি উন্মুক্ত করা হয়েছে।
এএম/এসআইএইচ