করোনায় মুক্তি আটকে যাওয়া সিনেমাগুলোর ভবিষ্যৎ কী?
করোনা সংক্রমণ বেড়েই চলছে। বর্তমানে চলছে অমিক্রনের প্রকোপ। এরই মধ্যে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেওয়া হয়েছে মানুষের চলাচলের ওপর কিছু বিধি-নিষেধও।
করোনার কারণে মুক্তি স্থগিত করা হয়েছে দেশের আলোচিত কিছু সিনেমা। এগুলো নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হলেও মুক্তি স্থগিত করা হয়েছে। তবে এসব সিনেমা কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সে বিষয়েও নির্দিষ্ট কিছুই বলতে পারেননি সিনেমা সংশ্লিষ্ট প্রযোজক বা পরিচালকরা।
মুক্তি স্থগিত হওয়া সিনেমাগুলোর তালিকায় প্রথমেই রয়েছে দেশের অন্যতম আলোচিত সিনেমা ‘শান’। সিয়াম-পূজা চেরি অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি বছরের প্রথম সপ্তাহে (৭ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দর্শকদের কথা চিন্তা করেই মুক্তির তারিখ স্থগিত করা হয়। কবে এ সিনেমা মুক্তি পাবে এখন পর্যন্ত জানা যায়নি।
সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, ‘দিন দিন করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। এ সময় সিনেমা মুক্তি দেওয়া হলে দর্শকরা প্রেক্ষাগৃহে যাবে না। তাই মুক্তি পিছিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।’
এদিকে পরীমনি, মোশাররফ করিম, রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমার মুক্তির কথা ছিল আজ (২১ জানুয়ারি)। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পরেই পরিচালক ইফতেখার শুভ সিনেমাটি মুক্তি স্থগিতের ঘোষণা দেন।
সিনেমায় একজন অপরাধ বিষয়ক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘মুখোশ’।
এদিকে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী (২৮ জানুয়ারি)। নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমাটি করোনার কারণে মুক্তি স্থগিত করা হয়েছে।
পরিচালক অনন্য মামুন জানান, ‘অমানুষ সিনেমার মুক্তি করোনার কারণে পিছিয়ে দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেব্রুয়ারিতে মুক্তি দিতে চাই।’
বর্তমানে করোনার কারণে নতুন করে বিধি-নিষেধ দেওয়া হয়েছে। তাহলে করোনায় মুক্তি স্থগিত হওয়া সিনেমাগুলোর ভবিষ্যত কী? এ বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। সবার মনে একটাই প্রত্যাশা এ গ্রহ থেকে করোনার বিদায় হোক দ্রুত। আবারও নতুন করে সিনেমার সূর্য উঠুক রুপালি পর্দার আকাশে।
এএম/এসএন