মানিক বন্দ্যোপাধ্যায়ের নায়িকা জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার গণ্ডি পেরিয়ে বহু আগেই ওপার বাংলার চলচ্চিত্র জগতে মজবুত জায়গা গড়ে তুলেছেন তিনি। কলকাতায় একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন এই চিত্রনায়িকা।
এবার নতুন আরও একটি চলচ্চিত্রের খবর দিলেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের নায়িকা হয়ে রুপালি পর্দায় আসছেন জয়া।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। কুসুম চরিত্রে অভিনয় করবেন জয়া। এতে আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটি পরিচলনা করছেন পশ্চিমবাংলার নির্মাতা সুমন মুখোপাধ্যায়।
জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা ২৫ দিন পশ্চিমবাংলায় এর শুটিং চলবে। স্বাধীনতা-পূর্ববর্তী সময়কে দেখানো হবে এই চলচ্চিত্রে।
এএম/এসএ/
