ইদানিং আমার খুব মুড সুইং হয়: পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে দারুণ আলোচনায় রয়েছেন তিনি। সিনেমায় কাজের পাশাপাশি বিয়ে, সন্তান ও নির্বাচন নিয়ে তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এ সব বিষয় নিয়ে ঢাকাপ্রকাশ-এর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।
অভিনন্দন...
ধন্যবাদ।
আপনি মা হতে চলেছেন। এই খবরটি যখন শুনলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল?
এই খবর শোনার পর আমি রাজকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। রাজও আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আসলে এটার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এই আনন্দের কথা বলে বোঝাতেও পারব না। এটা অন্যরকম এক আনন্দ। আমি আর এখন ডানাকাটা পরী নই। আমি এখন ডানাওয়ালা পরী। আরেকটা মানুষ আমার ভেতরে বসবাস করছে। এটা ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। তবে ইদানিং আমার খুব মুড সুইং হচ্ছে।
বিয়ের কথা জানতে চাই...
এক ঘণ্টার নোটিশে আমরা বিয়ে করেছি। আমাদের বিয়েটা সিনেমাটিক ব্যাপার হয়েছে। মনে হচ্ছিল এটা বাস্তব নয় এটা একটা সিনেমা। রাজের আম্মু বাসায় এসেছিল তখনই বিয়ের কথা বলে এক ঘণ্টার মধ্যে বিয়ে করেছিলাম। মা হবার খবর শোনার পর আপনি বলেছিলেন আগামী দেড় বছর কোনো কাজ করবেন না। তাহলে আপনার হাতে থাকা কাজগুলোর কী হবে?
প্রথমে ভাবছিলাম আগামী দেড় বছর কোনো কাজ করব না। এখন ভেবে দেখলাম জমে থাকা কাজগুলো আটকে রেখে লাভ নেই। তাই ভেবেছি টানা কিছুদিন কাজ করে কাজগুলো শেষ করব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুন প্যানেলে আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সম্প্রতি ঘোষণা দিয়েছেন আপনি নির্বাচন করবেন না। তাহলে?
আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। এরমধ্যেও আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আমার অনাগত সন্তান আমার গর্ভে। তাই এই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিতে পারব না। আর নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। এ জন্য সিন্ধান্ত নিয়েছি আমি আর নির্বাচন করব না। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।
কিন্তু আপনি এখনো প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আপনার প্রার্থীতা প্রত্যাহার হয়নি। তাহলে?
আমি নির্বাচন করব না এটা চিত্রনায়ক সাইমনকে সঠিক সময়ে জানিয়েছিলাম। তারপরও যদি প্রার্থীতা প্রত্যাহার না হয় তবে আমার কিছু বলার নাই। আমি নির্বাচনের জন্য কোনো সময় ব্যয় করতে পারব না। আমি কারও কাছে ভোটও চাইছি না। তাহলে আমি কীভাবে নির্বাচনে থাকলাম?
এএম/এমএমএ/