বঙ্গবন্ধুকে নিয়ে রোকেয়া প্রাচীর ‘বজ্রকণ্ঠ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে দর্শকনন্দিত অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা রোকেয়া প্রাচী নির্মাণ করেছেন একক নাটক। এর নাম ‘বজ্রকণ্ঠ’। সাদেক সাব্বিরের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন প্রাচী নিজেই।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম। পরিচালনার পাশাপাশি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন রোকেয়া প্রাচী।
নাটকটির গল্প সূত্র প্রসঙ্গে প্রাচীর বর্ণনা দিয়ে জানান-বেকার যুবক নিশান একটা চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেয়। সেই টাকা কিভাবে ব্যবস্থা করবে এ নিয়ে চিন্তিত সে।
নাটকটি সম্পর্কে রোকেয়া প্রাচী বলেন, ‘গল্পটা প্রেমের মোড়কে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সাজানো। যে আদর্শের জোরে বেকার ছেলেটি ঘুষ দিয়ে চাকরি না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আমার বিশ্বাস এই নাটকটির মাধ্যমে দর্শকরা বঙ্গবন্ধুর আদর্শের কিছুটা হলেও অনুভব করবে।’
নির্মাতা জানান, রবিবার (২৬ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ‘বজ্রকণ্ঠ’ প্রচার হবে।
এএম/এমএমএ/