কাঞ্চন ভাই নোংরামি বন্ধ করেন: জায়েদ খান
অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর সেতুর পাশে মরদেহ পাওয়া যায়। শিমু হত্যায় শিল্পী সমিতির সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনেকেই।
এ বিষয়টি জানাতে সোমবার দিবাগত রাতেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন জায়েদ খান। সেখানে নিজের বক্তব্য দেন। সেই বক্তব্য চলাকালীন লাইভেও আসেন এই চলচ্চিত্র অভিনেতা।
তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তারাই এই বিষয়টিকে পুঁজি করে নোংরামি করছে। আমি কাঞ্চন ভাইকে আবারও বলছি, নোংরামি বন্ধ করেন। আপনি একুশে পদক পাওয়া সম্মানিত লোক। আপনি এই নোংরামি বন্ধ করেন। আর রিয়াজ ভাই অভিনয় করে মেকি কান্না কাঁদছেন। এসব মানুষ বোঝে।’
জায়েদ খান আরও বলেন, ‘শিমুর হত্যার তীব্র প্রতিবাদ জানাই আমি। আমি র্যাবকে ধন্যবাদ জানাই, তারা ইতিমধ্যে আসামিকে ধরে ফেলেছে।’
উল্লেখ্য, মিশা-জায়েদ প্যানেল কমিটি নির্বাচিত হওয়ার পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বেশ কয়েকজনের ভোটাধিকার রদ করেন। বাদ পড়া ১৮৪ জন সদস্যের একজন শিমু। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সাথে বিবাদে জড়িয়েছিলেন বলেও গুঞ্জন রয়েছে মিডিয়াপাড়ায়।
এএম/এসএ/