ওটিটিতেও ব্যস্ত দীপা
জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার নাটক-সিনেমার বাইরে ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন।
ইয়াসিন আরাফাত জুয়েলের ‘হলি গান’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন সম্প্রতি। এছাড়া ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে সঞ্জয় সমাদ্দারের ‘অমানুষ’ শিরোনামের একটি সিরিজ। এদিকে জি-ফাইভের ১২০ পর্বেও ধারাবাহিক ‘আমাদের বাড়িতে’ও কাজ করছেন দীপা।
ওটিটির কাজ প্রসঙ্গে তার ভাষ্য, ওটিটিতে এখন নানা রকম গল্প নিয়ে কাজ হচ্ছে। এখানের বাজেটও ভালো। নির্মাতারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে শিল্পী হিসেবে কাজ করেও ভালো লাগছে। আমার বিশ্বাস সামনে আরও ভালো কিছু হবে।
এ ছাড়াও দীপার হাতে আছে চারটি সিনেমা। সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, শহীদ রায়হানের ‘মনোলোক’ ও কামরুজ্জামান রোমানের ‘মোনা’। এর মধ্যে ‘পায়ের ছাপ’ ছাড়া তিনটি সিনেমার ডাবিং বাকি এখনো।
সিনেমাগুলো সম্পর্কে দীপা খন্দকার বলেন, ‘চারটি সিনেমাতে দর্শক আমাকে চারটি চরিত্রে দেখতে পাবেন। এর মধ্যে একটিতে নেতিবাচক চরিত্রেও অভিনয় করছি। নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য এ প্রচেষ্টা।’
দীপা নাটক থেকে ২০১৯ সালে ওপার বাংলার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ভাইজান’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন দীপা খন্দকার।
এএম/এপি/