৩০টির বেশি হাড় ভেঙেছে অ্যাভেঞ্জার তারকার

গাড়ি দুর্ঘটনায় শরীরের ৩০টির বেশি ভেঙে গেছে ‘অ্যাভেঞ্জার’ তারকা জেরেমি রেনারের। এজন্য দুই সপ্তাহেরও বেশি সময় তাকে হাসপাতালে থাকতে হবে বলে তিনি তার ইনস্ট্রাগ্রামে পোস্ট কওে জানিয়েছেন তিনি।
ভয়াবহ তুষারের মধ্যে তার নেভাদার বাড়ির সামনে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। মপঁনত তার প্রবল শ্বাস কষ্টও হয়েছে। বুকের ডান পাশ ভেঙে গিয়েছে। ধড়ের ওপরের দিক ভেঙেছে। তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে ছিলেন। দুবার সার্জারি করতে হয়েছে তাকে।
রেনার মার্ভেল মুভি ও টিভি ইউনির্ভাসের ‘হোকআই’তেও দারুণ অভিনয় করেছেন এই তারকা। এখন তার বয়স ৫২।
ওএফএস/
