আসছে ‘লাভ, পামেলা’

হলিউডের আবেদনময়ী অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। এবার স্মৃতিকথা নিয়ে আসছেন তিনি। যার নাম ‘লাভ, পামেলা’।
১৯৯১ সালে ২৩ বছর বয়সে ‘হোম ইমপ্রুভমেন্ট’ নামের টিভি সিরিজের সেটে তাকে বিরক্ত করা বিষয়গুলো এই স্মৃতিকথায় বিস্তারিত জানিয়েছেন তিনি।
‘প্রথম দিন ছবিটির শুটিংয়ের সময় আমি যখন আমার ড্রেসিং রুম থেকে বের হচ্ছিলাম, টিম তখন গাউন পরে হলওয়েতে ছিল। সে তার গাউনটি খুলে ফেলল এবং আমাকে দ্রুত চমকে দিল। তার নীচের অংশ পুরোপুরি উন্মুক্ত ছিল। কেননা সে আমাকে উলঙ্গ দেখেছিল। আমি পুরোপুরি হেসে ফেলেছিলাম।’
পামেলার স্মৃতিকথা ‘লাভ পামেলা’ থেকে এই অংশটুকু উদ্ধৃতিটি করেছেন একজন যা প্রকাশ করেছে ভ্যারাইটি। তবে অ্যালেন একটি বিবৃতিতে ভ্যারাইটিকে জানিয়েছেন, ‘না এটি কখনো ঘটেনি। আমি কখনো এই ধরনের কোনো কাজ করিনি।’
ভ্যানকুভার দ্বীপের একটি মেয়ে থেকে বিশ্বের অন্যতম যৌনাবেদনময়ী নারী হওয়া পামেলা অ্যান্ডারসনের বইয়ে প্রকাশ করা স্থান পেয়েছে।
‘লাভ, পামেলা’ হার্পার কলিন্স থেকে আসছে। এর মধ্যেই তাদের সবচেয়ে প্রত্যাশিত বইগুলোর একটি হয়ে গিয়েছে এটি।
ওএফএস/
