আবারও অন্তঃসত্ত্বা আলিয়া ভাট!

বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট। কন্যা সন্তানের মা হয়েছে মাত্র তিন মাস হলো। এর মাঝেই আবারও শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা তিনি। এ নিয়ে চলছে জোর গুঞ্জন। কিছুদিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান এ অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জন ছড়ায় দ্বিতীয় বার মা হতে যাচ্ছেন আলিয়া।
তবে সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাপুর পরিবারের ঘনিষ্ঠদেও কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনো এই বিষয়ে মুখ খোলেননি।
এর আগে অন্তঃসত্ত্বা থাকাকালীন কাজের বিরতি নেননি আলিয়া। একের পর এক কাজ করে গিয়েছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিং করেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণাও সেরেছেন। তবে মেয়ের মা হবার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী। শিগগিরই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকহানি’।
গত বছর ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। তার পর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বের হন কাপুর দম্পতি। যদিও মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি তারা।
আলোকচিত্রীদের দু’বছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন। এর মাঝেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে মেতেছেন আলিয়া ও রণবীরের ভক্তকুল।
এএম/এমএমএ/
