বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন টম ব্রেইডি ও জিজেল বুনচেন
গতকাল শুক্রবার ১৩ বছর বিয়ের পর সংসার করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন টম ব্রেইডি ও জিজেল বুনচেন।
জার্মান-ব্রাজিলিয়ান সুপারমডেল জিজেল বুনচেন ২০০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মডেলদের অন্যতম। তিনি বিনোদন জগতের ১৬তম ধনী নারী ছিলেন ও সবচেয়ে আয় করেছেন ফোবর্সের ২০১২ সালের হিসেবে। তাদের সবচেয়ে শক্তিশালী নারীদের ৮৯তম ছিলেন ২০১৪ সালে।
১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন একজন ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেল।
জিজেল বুনচেন হর্স ওয়ার্কের পথিকৃৎ ও জনপ্রিয়করণের মডেল। তিনি ১২শর বেশি ম্যাগাজিনের মডেল হয়েছেন।
তিনি সেভ দি চিলড্রেন, রেড ক্রস ও ডক্টরস উইদাউট বডারর্সের দাতব্য তহবিল সংগ্রহের প্রচেষ্টায় অন্যতম ব্যক্তিত্ব।
২০০৯ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের ইউনাইটেড নেশনস এনভায়রমেন্ট প্রগ্রামের একজন শুভেচ্ছা দূত ছিলেন।
২০০০ থেকে ২০০৫ পর্যন্ত তার হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও’র সঙ্গে সম্পর্ক ছিল। তারা ২০০৪ সালে পিপলের সবেচেয়ে সুন্দর দম্পতির সেরা ছিলেন। এরপর সেখান থেকে সরে আসেন জিজেল বুনচেন। তিনি এনএফএল (মার্কিন ফুটবল লিগ)’র সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন কোয়ার্টার ব্যাক টম ব্রেইডির সঙ্গে সম্পর্কে জড়ান ২০০৬ সালে। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি তারা বিয়ে করেছেন। তাদের দুটি সন্তান আছে। একটি ছেলে ২০০৯ সালে জন্মগ্রহণ করেছে। মেয়েটি ২০১২ সালে।
জিজেল বুনচেন ব্রেইডির প্রথম ছেলে সন্তান, ২০০৭ সালে জন্ম নেওয়া; তার সৎ মা।
এই ছেলের মা টম ব্রেইডির আগের স্ত্রী ব্রিজেট মনাহান।
বুনচেন তার বিবৃতিতে বলেছেন, ‘আমরা আপস করব এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা আশীর্বাদ হিসেবে পেয়েছিলাম, ছেলেমেয়েদের। তারা আমাদের ভুবনের কেন্দ্রে থাকবে। আমরা বাবা, মা হিসেবে একত্রে সবসময়ের মতো তারা যেন ভালোবাসা ও মনোযোগ লাভ করতে পারে সেজন্য কাজ করে যাব। অনেক বিবেচনার পর আমরা আমাদের বিয়ে শেষ করার সিদ্ধান্তে এসেছি।’
ওএফএস।