‘ছিটমহল’ চলচ্চিত্রে দেখা যাবে অন্যরকম পিয়াকে
ছবি: সংগ্রহ
জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উপস্থাপক জান্নাতুল পিয়া। মডেলিং ও উপস্থাপনায় তাকে বেশিই দেখা যায়। ইদানীং ব্যবসা ও আইন পেশাতেও ব্যস্ততা বেড়েছে তার। এজন্য সাধারণত স্ক্রিপ্ট পছন্দ না হলে অভিনয় করেন না। এবার ভিন্নরকম গল্পের ‘ছিটমহল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাতে দেখা যাবে অন্যরকম এক পিয়াকে। সাধারণত সবাই তাকে যেভাবে দেখে অভ্যস্থ, এ চলচ্চিত্রে পিয়াকে সেভাবে দেখা যাবে না। গতানুগতিকতার বাইরে গিয়ে গ্লামারহীন চরিত্রে অভিনয় করেছেন।
‘ছিটমহল’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহে, আগামী ১৪ জানুয়ারি। বৃহষ্পতিবার (৬ জানুয়ারি) প্রকাশিত হয় ছিটমহল চলচ্চিত্রের প্রথম পোস্টার। তাতে সাদা শাড়ি পরিহিত ‘সাদামাটা’ গ্রাম্য তরুণীর চরিত্রে দেখা যায় আলোচিত ও খ্যতিমান মডেল পিয়াকে। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘ছিটমহল’ আমার প্রচলিত ধারার কাজ নয়। এ চলচ্চিত্রের জন্য গতানুগতিকতার বাইরে গিয়ে নিজেকে প্রস্তুত করেছিলাম, ভিন্নরকমভাবে অভিনয় করেছিলাম। সাধারণত মানুষ আমাকে যেভাবে দেখেন, এ সিনেমায় সেভাবে দেখা যাবে না।
পিয়া জানান,‘ভিন্নধর্মী’কাহিনির সিনেমা এটি। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটিতে বিধবার নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েনের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছিটমহল’। ছবিটির পরিচালক এইচ আর হাবিব। পাশাপাশি এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন্ হোম এটাচার। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
২০১৫ সালে শুরু হয়েছিল ‘ছিটমহল’র শুটিং। শুটিং শুরুর পর বিভিন্ন জটিলতায় থেমে ছিল এর মুক্তি। বছর তিনেক আগেই সিনেমাটির পুরো কাজ শেষ হয়। ছিটমহল-এর বাসিন্দাদের বঞ্চনা নিয়ে সিনেমা। আর এর বেশিরভাগ শুটিং হয়েছে পঞ্চগড়ের ছিটমহল অঞ্চলে। এ ছাড়াও বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈখালি ইউনিয়নের শিবরামপুরের বিভিন্ন স্থানে এর শেষ অংশের কাজ হয়েছে।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। পাশাপাশি শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।