এক্স-মেনের নতুন ছবি, হিউ জ্যাকম্যানই নায়ক
রায়ান রেনল্ডস জানিয়েছেন ‘হিউ-জ্যাক’র খবর সিনেমা বিশ্বকে।
এই অভিনেতা ঘোষণা করেছেন গতকাল যে, হিউ জ্যাকম্যান মৃত্যু কূপের মতো সিরিজ ছবিতে তার চরিত্র ‘উলভেরিন’ করে যাবেন। এই চরিত্রটি ‘লোগান’ নামেও পরিচিত।
সিনেমাটি হলো ‘এক্স-মেন সিরিজ’। তার নতুন সিনেমাটির কাজ আসবে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে।
একটি ভিডিও পোস্টে তিনি আরো বলেছেন, ‘প্রত্যেককে শুভেচ্ছা। আমরা খুবই দুঃখিত যে, ২০২৩ সালের ডিসেম্বর ধরতে পারিনি। তবে আমরা এর পরের মৃত্যু কূপ ছবিটির জন্য খুব কঠোরভাবে পরিশ্রম করছি। এখন থেকে অনেক পরের ছবিটির জন্য কাজ করছি।’
রেনল্ডস তার এই পোস্টটি দিয়েছেন ইনস্ট্রাগ্রামে।
তিনি আরো জানিয়েছেন, এই সিরিজের প্রথম ছবিটি তিনিই বানাতে চেয়েছিলেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে।
বলেছেন এরপর, ‘প্রতিটি এক্স-মেন সিনেমা কঠোর পরিশ্রমের ও অন্যরকম হতে হয়। এটি একটি অবিশ্বাস্য চ্যালেঞ্জ, যেটি আমাকে গভীরভাবে এর ভেতরে প্রবেশ করতে বাধ্য করেছে এবং...আমার আর কিছু নেই। হ্যা, পুরোপুরিভাবে নি:ম্ব হয়ে সেখান থেকে উঠে এসেছি। এটি ভয়ংকর অভিজ্ঞতাও বটে। তবে আমরা একটি পরিকল্পনা করেছি।’
এবারের কাজের পেছনে কাজ করেছেন জ্যাকম্যান, বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন তাদের কথোপকথন, ‘হিউ, তুমি কী আরেকবার উলভেরিন চরিত্রে অভিনয় করতে চাও?’
অপ্রস্তুত জ্যাকম্যান উত্তর দিয়েছেন, ‘অবশ্যই রায়ান।’
এই ভয়াবহ ও বিশ্ববিখ্যাত সিরিজে হিউ জ্যাকম্যানের জন্ম ২০০৯ সালে। সিনেমাটির নাম ছিল ‘এক্স-মেন অরিজিনস : উলভেরিন’। তবে এই ছবিতে লোগান নামে উলভেরিনকে মরতে হয়েছে। পরে তাকে আবার নিয়ে আসতে হয়েছে বলেছেন রায়ান রেনল্ডস।
নতুন ছবি নিয়ে রেনাল্ডস বলেছেন, ‘আমরা আমাদের সিরিজের পুরোনো ইতিহাসের ধারাবাহিকতার অনেক কিছু অস্বীকার করতে চলেছি।’
বিশ্বজুড়ে ব্যাপকভাবে বিক্রি হওয়া এই সিরিজের তৃতীয় ছবি নিয়ে তাদের দুজনের কাজ শুরু হবে। তারা এর আগে কাজ করে ২০১৬ ও ২০১৮ সালে সিনেমা মুক্তি দিয়েছেন। সেগুলো হলো-‘দি উলভেরিন’ ও ‘লোগান’।
তারা দুজনে দীর্ঘকালের বন্ধু।
ওএফএস।