ভারতের স্বাধীনতার ৭৫ বছর নিয়ে ‘দি জার্নি অব ইন্ডিয়া’
ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজল, করণ জোহর, রানা দাগুবাতি ও এ. আর. রহমানকে নিয়ে ওয়ার্নার ব্রস ফিচার করবে। তাদের আবিষ্কার সিরিজ ‘দি জার্নি অব ইন্ডিয়া’ বা ‘ভারতের যাত্রা’ সিরিজে আসবেন এই তারকারা।
মোট ছয়টি পর্ব হবে। প্রতিটির বিশেষ বৈশিষ্ট্য হলো, ভারতের স্বাধীনতার ৭৫ বছর।
পর্বগুলো উপস্থাপনা করবেন ভারতের সিনেমার মেগা স্টার অমিতাভ বচ্চন।
প্রতিটি পর্বে একজন প্রধান ব্যক্তিত্বকে তুলে ধরা হবে। তার বিশেষ থিমে ভারতের একটি জাতি ও দেশ হিসেবে উন্নয়ন জানানো হবে।
এই সিরিজে ভারতের হিন্দি সিনেমার একসময়ের সেরা নায়িকা কাজল একটি সত্যিকারের সিনেমা ভুবনের উত্তরাধিকার পেছন থেকে আজকে পর্যন্ত তুলে ধরবেন।
তিনি জানিয়েছেন, তার দেশের সিনেমার সমৃদ্ধ ইতিহাসকে প্রতিনিধিত্ব করার সম্মান লাভ করায় সম্মানিত বোধ করছেন।
কাজল বিবৃতিতে বলেছেন, ‘বলিউড একটি রহস্য এই কারণে যে, ভারতের প্রবল উদ্দীপনাপূর্ণ সৃজনশীল মেধা, উদ্ভাবন ও শিল্পীত সংবেদনশীলতায় এই জায়গাটিই হলো মিলনস্থল। আমি সম্মানিত হয়েছি এই কারণেও, দর্শকদের সামনে একটি অনুষ্ঠানে ভারতের সিনেমার সমৃদ্ধ ইতিহাসকে উপস্থাপন করতে পারব। সেটি নানা ধরণের স্বাদ প্রদান করবে তাদের।’
পরিবেশ সংরক্ষণবাদী ও বাহুবলী ছবির তারকা দাগুবাতি ভারতীয় লেখিকা ও বন্যপ্রাণি সংরক্ষণকমী লতিকা নাথের সঙ্গে ভারতের টেকসই উন্নয়নে স্থায়ী কর্ম ও পরিবেশ সংরক্ষণগুলোকে তুলে ধরবেন।
বিখ্যাত ভারতীয় লেখক আমিষ ত্রিপাঠি দেশের ধর্ম বৈচিত্র্যকে তুলে ধরবেন।
মিশেলান তারকা পাচক বিকাশ খান্না নানাভাবে একের পর এক জানাবেন অন্যদের মতো ভারতের মজাদার রান্নাগুলো। সমান্তরালভাবে বিশ্ব রান্না শিল্পে তার দেশের রান্নাগুলোর অবদান ও উপস্থিতি তুলে ধরবেন। আরো আসবেন তারকা পাচক সঞ্জীভ কাপুর।
এই বিশেষ পর্বগুলোতে অবদান রাখবেন ও আসবেন তেলেগু নামী পরিচালক এবং চিত্রনাট্যকার এস.এস. রাজামলি, কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী, শিল্পপতি মাহিদ্রা গ্রপের মালিক আনন্দ মাহিন্দ্রা, বিখ্যাত ব্যাংকার নাইনা লাল খিদাওয়ি, জলবায়ু পরিবর্তন অধিকার কর্মী ভানি মুথুরি, ফ্যাশন ডিজাইনার ঋতু কুমার এবং বিখ্যাত ডায়েটিশিয়ান রুজুতা দেবেকার প্রমুখ।
ওএফএস।