শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন ইলিয়াস কাঞ্চন
ছবি: সংগ্রহ
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রস্ততি নিচ্ছেন তারকারা। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। খুব দ্রুত ঘোষণা হবে নির্বাচনী তফসিল। বেশ আগেই জানা গেছে এবারের নির্বাচনে অভিনেত্রী নিপুণ একটি প্যানেল তৈরি করবেন। এই জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সেই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
জানা গেছে, দলমত নির্বিশেষে সব শিল্পী চাচ্ছেন ইলিয়াস কাঞ্চন নির্বাচনে সভাপতি প্রার্থী হন। অধিকাংশই সমর্থন করছেন তাকে। তবে এখন পর্যন্ত ইলিয়াস কাঞ্চন নির্বাচন করবেন কিনা তা ঠিক হয়নি।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেকে আমাকে প্রস্তাব দিয়েছেন। আলোচনা করে ভালো লেগেছে। তাদের ভাবনা ও দর্শন সিনেমা এবং শিল্পীবান্ধব। আসলে তফসিল ঘোষণার আগে কোনো কিছু বলা উচিত নয়।’ তিনি আরও জানান, ৭ জানুয়ারি পর্যন্ত তিনি সময় নিয়েছেন। এরপরে বিষয়টি ঘোষণা করবেন।
১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে ২০২২-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে তাকে নির্বাচন করতে দেখা যাবে। কাঞ্চনের সঙ্গে জোট বেঁধে সেখানে থাকবেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনসহ অন্য তারকারাও। আরেক প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচনে অংশ নিতে পারেন মিশা সওদাগর-জায়েদ খান। তবে এ বিষয়ে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায় নি।