ফিরে দেখা ২০২১
সারা বছর আলোচনায় যেসব ঢালিউড সিনেমা
ছবি: সংগ্রহ
করোনাকালে বন্ধ ছিল সিনেমা হল, বন্ধ ছিল শুটিং, বন্ধ ছিল সিনেমা মুক্তিও। সেই অবস্থা থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর বছর ২০২১। এ বছরেও পুরোপুরি কাটেনি করোনার থাবা, আসেনি সিনেমার জোয়ার। তারপরও সিনেমা হল খুলেছে, বেড়েছে সিনেমা মুক্তির সংখ্যা। ২০২১ সালে ৩২টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যার মধ্যে ২টি ছিল আমদানি। কিছু সিনেমা আশানুরূপ সাফল্য পেলেও অধিকাংশ চলচ্চিত্র দর্শকশ্রোতার প্রশংসা পায়নি। অবশ্য আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটি সিনেমা বেশ সাড়া পেয়েছে, পুরস্কার ও প্রশংসাও জুটেছে।
পর্যালোচনার শুরুতে দেখা যাক একনজরে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা: কেন সন্ত্রাসী ( ১ জানুয়ারি), রংবাজি দ্য লাফাঙ্গা (৫ ফেব্রুয়ারি), পাগলের মতো ভালোবাসি (১৯ ফেব্রুয়ারি), তুমি আছো তুমি নেই (১২ মার্চ), গন্তব্য (১৯ মার্চ), অলাতচক্র (১৯ মার্চ), স্ফুলিঙ্গ (২৬ মার্চ), প্রিয় কমলা (২৬ মার্চ), টুঙ্গিপাড়ার মিয়াভাই (২ এপ্রিল), যৈবতী কন্যার মন (২ এপ্রিল), সৌভাগ্য (১৩ মে), নবাব এলএলবি (২৫ জুন), কসাই (১৬ জুলাই), আগস্ট ১৯৭৫ – (২২ আগস্ট), নারীর শক্তি (১০ সেপ্টেম্বর), চোখ (পহেলা অক্টোবর), মুজিব আমার পিতা (১ অক্টোবর), পদ্মাপুরাণ (৮ অক্টোবর), চন্দ্রাবতী কথা (১৫ অক্টোবর), ঢাকা ড্রিম (২২ অক্টোবর), এ দেশ তোমার আমার (৫ নভেম্বর), রেহানা মরিয়ম নূর (১২ নভেম্বর), হৃদয়ের আঙ্গিনায় (১৯ নভেম্বর), নোনা জলের কাব্য (২৬ নভেম্বর), মিশন এক্সট্রিম (৩ ডিসেম্বর), লাল মোরগের ঝুঁটি (১০ ডিসেম্বর), কালবেলা (১০ ডিসেম্বর), মৃধা বনাম মৃধা (২৪ ডিসেম্বর)। এ ছাড়াও ‘চিরঞ্জীব মুজিব’ ও ‘রাত জাগা ফুল’ মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর। সাফটা চুক্তির আওতায় আমদানিকৃত চলচ্চিত্র ‘বাজী’ মুক্তি পায় ১৫ অক্টোবর এবং ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১৯ নভেম্বর।
বছরের শুরুটাই হয়েছিল মানহীন সিনেমা দিয়ে। ১ জানুয়ারি মুক্তি পেয়েছিল রবিউল ইসলাম রাজ পরিচালিত ‘কেন সন্ত্রাসী’ সিনেমাটি। এরপর ‘রংবাজি-দ্যা লাফাঙ্গা’, ‘তুমি আছো তুমি নেই’, ‘নারীর শক্তি’, ‘হৃদয়ের আঙ্গিনায়’ সহ অনেকগুলো মানহীন সিনেমা মুক্তি পায়। বরাবরের মতো যেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক।
২০২১ সালে ভিন্নধারার সিনেমা মুক্তি বেড়েছে। অরণ্য পলাশের ‘গন্তব্য’, হাবিবুর রহমানের ‘অলাতচক্র’, তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, রনী ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাগুলো প্রসংশা কুড়িয়েছে দর্শক-সমালোচক মহলে। বছরের শেষ মুক্তি পেয়েছে বেশ কয়েকটি অনুদানের সিনেমা।
বছরজুড়ে সিনেমার বাইরে আলোচনায় থাকা পরী মণি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তৌকির আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করার খবরে উচ্ছ্বসিত হলেও মুক্তির পর তৌকির আহমেদ তাঁর নামের সুবিচার করতে পারেননি।
চলতি বছরের ২৫ জুন মুক্তি পায় শাকিব খানের আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’। ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হিসেবে এই সিনেমাটি অনেকটাই দলিল হয়ে থাকবে। এতে একজন আইনজীবীর চরিত্রে শাকিব তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় দেখিয়েছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিনেমাটিতে ধর্ষিতা নারীর চরিত্রে স্পর্শিয়ার অভিনয় ব্যাপকভাবে আলোচিত হয়।
ডিসেম্বরে প্রথম মুক্তি পায় বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বাণিজ্যিকভাবে এগিয়ে আছে ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমাটি। ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে প্রথম বার একযোগে একই দিনে মুক্তি পায় সিনেমাটি। বলা যায়, করোনাকালীন প্রতিকূল পরিবেশেও চলতি বছর প্রেক্ষাগৃহে দর্শক ফিরিয়েছে সিনেমাটি।
২০২১ সালে সিনেমা মুক্তির দিক থেকে এগিয়ে আছেন ডিপজল এবং নিরব। দুটি করে সিনেমা মুক্তি পেয়েছে তাদের। ডিপজলের ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পায়। নিরবের ‘কসাই’ ও ‘চোখ’ সিনেমা দুটি মুক্তি পায়। এছাড়া পরীমনি, অপু বিশ্বাস, মাহি, আরিফিন শুভ অভিনীত একটি করে সিনেমা মুক্তি পেয়েছে এ বছর।
চলতি বছর মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসব ঘুরে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করেছে ‘রেহানা মরিয়ম নূর’। সেই সঙ্গে আলোচনায় ছিলেন সিনেমাটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশে মুক্তির আগেই সিনেমাটি পাইরেসি হয়ে যাওয়ায় দেশের সিনেমা হলে সেভাবে দর্শক টানতে পারেনি বিশ্বজুড়ে আলোচিত সিনেমাটি।
ডিসেম্বরের আগে ‘চন্দ্রাবতী কথা’, ‘ঢাকা ড্রিম’, ‘এ দেশ তোমার আমার’, ‘হৃদয়ের আঙ্গিনায়’ ও ‘নোনা জলের কাব্য’ সিনেমা মুক্তি পায়। যার মধ্যে প্রশংসিত সিনেমা ছিল ‘নোনা জলের কাব্য’। বাকি সিনেমাগুলো নামমাত্র মুক্তি পেয়েছে।
সিয়াম আহমদে অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ অন্তর্জালে প্রশংসায় ভাসলেও সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ। এর মাঝে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ মুক্তি পায় নামমাত্র।
আড়াল ভেঙে বছরের শুরুতেই দেশে ফেরেন চিত্রনায়িকা শবনম বুবলী। বছরের শুরুর আলোচনাটা তাকে দিয়েই। পরে সিনেমা মুক্তি নিয়ে দীঘি ও দেলোয়ার জাহান ঝন্টু পাল্টাপাল্টি মন্তব্যে মেতে ছিল নেটিজনরা। পরে মাদককাণ্ডে নতুন আলোচনার জন্ম দেন পরীমনির দিকে। মামলা, জেল, আদালত ইস্যুতে বেশ আলোচনা সমালোচনায় ছিলেন তিনি। বছর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন মাহিয়া মাহি ও ইমন। ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের পরই আলোচনায় তারা। এছাড়া বছর জুড়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার কারণেই আলোচনায় তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে বেশ সফল এ অভিনেত্রী।