ভালোবাসাকে ‘আইসক্রিম’-এর সঙ্গে তুলনা করলেন মাহি
ছবি: সংগ্রহ
বিভিন্ন ঘটনায় আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি বাতিল, বিবাহবিচ্ছেদ, পূনরায় বিয়ে, ওমরা পালন, ফোনকল ফাঁস ইত্যাদি ঘটনা তার ওপর প্রভাব ফেলেছে। ইদানীং ঘটনার ঘনঘটায় তার মধ্যে পরিবর্তন এসেছে। জীবনে দিয়েছে নতুন উপলব্দি ও বোধ। এবার তিনি নতুন ভাবনা থেকে ভালোবাসাকে ‘আইসক্রিম’-এর সঙ্গে তুলনা করলেন, জানালেন ভালোবাসা নিয়ে তার উপলব্দির কথা।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক হওয়ার পর মাহিয়া মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্পদিনে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের ‘অগ্নিকন্যা’। একাধিক ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ, শহুরে যেখানে যেমন, মাহি সেখানে তেমন আকার ধারণ করতে পারেন! নিজের অভিনয় নৈপুণ্যে মাহি কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ নায়িকাদের কাতারে। ঢাকাই সিনেমার এই নায়িকা বুধবার (২৯ ডিসেম্বর) এক স্টেটাসে ভালোবাসার স্বরূপ প্রকাশ করেছেন। লিখেছেন তার অনুভূতি ও বোধের কথা।
মাহি তার স্টেটাসে লিখেছেন, ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না।’
নিজের বক্তব্য ব্যাখা করে মাহি আরও লিখেছেন, কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকেতো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে। আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতো রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি, আপনারা হয়তো জানবেন না বুঝবেন না কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’