সেন্সরে ছাড় পেল মুক্তিযুদ্ধের সিনেমা ‘জাল ছেঁড়ার সময়’
ছবি: সংগ্রহ
সেন্সর ছাড়পত্র পেয়েছে সাংবাদিক, নির্মাতা সাজ্জাদ হায়দারের সিনেমা‘জাল ছেঁড়ার সময়’। বুধবার (২৯ ডিসেম্বর) সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্যও করছেন সাজ্জাদ হায়দার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বায়েজিদ, সোমা, মুন, মাহি, নাজমুল প্রমুখ।
সাজ্জাদ হায়দার জানিয়েছেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।’
২৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে ‘জাল ছেঁড়ার সময়’ বাংলাদেশ ছাড়াও লন্ডনে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।
সাজ্জাদ হায়দার আরো বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ হয়েছে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সিরাজদিখানে। এছাড়া কুয়াকাটা, খুলনায় একটি পুরনো যুদ্ধ জাহাজে ও এফডিসিতে বাকি দৃশ্যগুলোর ধারণ কাজ সম্পন্ন হয়।’
ডিজিটাল আঙ্গিকে চলচ্চিত্রটির দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়। চলচ্চিত্রটির ব্যাপারে সাজ্জাদ হায়দার বলেন, ‘আমি খুব আশাবাদী। আমার উপন্যাস হৃদয় ছোঁয়ার দিন থেকে এই চলচ্চিত্রটি নির্মাণ করছি। আমার চেষ্টার কোন কমতি ছিল না।’