আনকাট সেন্সর পেল শাকিব-পূজার'গলুই'
ছবি: সংগ্রহ
শাকিব খানের সঙ্গে আগেও অভিনয় করেছেন পূজা চেরি, তবে সেগুলো ছিল শিশুচরিত্র। নায়ক-নায়িকা হিসেবে শাকিব-পূজার প্রথম ছবি ‘গলুই’। সরকারি অনুদানে সিনেমাটি বানানো হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আনকাট সেন্সর পেয়েছে এটি।
অক্টোবরে জামালপুরে গলুইয়ের শুটিং শুরু হয়। নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে টানা ৪০ দিনের মতো শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। 'গলুই' সিনেমায় শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজসহ একঝাঁক তারকা।
‘গলুই’ সিনেমার পরিচালক এস এ হক অলিক। এ সিনেমার মধ্য দিয়ে প্রথম বার অনুদানের সিনেমায় নাম লিখিয়েছেন শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে ধন্যবাদ জানিয়ে অলিক ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আনকাট সেন্সর পেল 'গলুই'। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলো 'গলুই'। সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেওয়ার জন্য।