বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিশ্বখ্যাত পাঁচ তারকাকে দেওয়া হলো কেনেডি সেন্টার সম্মাননা

এই বছরের কেনেডি সেন্টার সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক ‘ব্যাটম্যান’ তারকা, ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’র কয়েকজন সদস্য ও একজন পুলিৎজার পুরস্কার জয়ী।

জর্জ ক্লুনি, ইউটু ব্যান্ড ও কিউবান আমেরিকান কম্পোজার তানিয়া লেওন কেনেডি সেন্টার সম্মাননায় ভূষিত হয়েছেন।

পুরস্কারটি আরো লাভ করেছেন পপ গায়িকা অ্যামি গ্রান্ট ও সোল গানের কিংবদন্তী গ্লাডিস নাইট।

বৃহস্পতিবার এই শিল্পকলার প্রতিষ্ঠানটি তাদের নাম ঘোষণা করেছে।

‘দি কেনেডি সেন্টার অনারস’ নামের পুরস্কারটি প্রদান করে ‘দি জন এফ কেনেডি সেন্টার ফর পারফরর্মিং আর্টস’। তাদের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। নানা ক্ষেত্রের তারা অসাধারণ শিল্পীদের সম্মাননাগুলো প্রদান করেন।

গেল বছর পুরস্কারটি লাভ করেছেন গায়িকা ও গীতিকার জোনি মিচেল, মার্কিন ইউনিভার্সেল মিউজিক গ্রুপের একটি রেকর্ড লেবেল কম্পানি মোটাউন রেকর্ডের নির্বাহী ব্যারি গোডি ও এনবিসির স্যাটারডে নাইট লাভের নির্মাতা লোন মাইকলস।

এবার দেওয়া হয়েছে ৪৫তম পুরস্কার। যারা লাভ করেছেন তারা সিনেমা ও টিভি এবং গানের তারকা।

এবারের পুরস্কারজয়ী জর্জ ক্লুনি একজন বিখ্যাত মার্কিন সিনেমা অভিনেতা ও নায়ক। ৬১ বছরের তারকা সিনেমা নির্মাতাও। তিনি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, চারটি গোল্ডেন গ্লোব, চারটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও দুটি অস্কার জয় করেছেন। অস্কারের একটি অভিনয়ের, অন্যটি প্রযোজনার। তিনি একজন দাতা। ওশানস ইলেভেন, দি ডিসেন্ডেন্টস ও ব্যাটম্যান সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাতিমান।

এবারের কেনেডি সেন্টার পুরস্কার জয় করা ‘ওটু’ ব্যান্ড আইরিশ তারকা বনোর হাতে গড়া। তিনি তার ব্যান্ড দলের প্রধান ভোকাল ও প্রাথমিক গীতিকার। রিদম গিটারবাদক। তার ইউটু একটি আইরিশ রক গানের দল। ১৯৭৬ সালের এই ব্যান্ড দলে আরো আছেন দি এজ (তিনি লিড গিটারবাদক, কিবোর্ডিস্ট ও ব্যাক ভোকালিস্ট), অ্যাডাম ক্লেইটন (তিনি বেজ গিটার বাদক) ও ল্যারি মালেন জুনিয়র (তিনি ড্রামস ও পারকাশনবাদক)। তারা তাদের কনসার্টগুলোর জন্য বিখ্যাত। রক ও সমাজ সচেতনতামূলক গান গাইছেন ১৯৮০’র দশক থেকে।

৭৯ বছরের তানিয়া লিওন কয়েক দশক ধরে আসল কম্পোজিশন লিখে চলেছেন। সেগুলো তার ঐতিহ্য থেকে উৎসরিত। ২০২১ সালে তাকে সঙ্গীতের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সেটি স্ট্রাইডের জন্য। গানটি তিনি রচনা করেছেন তাদের কালো সঙ্গীতের ঐতিহ্যের মিশ্রণে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ক্যারিবিয়ানের কৃষ্ণাঙ্গ সঙ্গীতের উত্তরাধিকার।

অ্যামি গ্রান্ট প্রথম শিল্পী হিসেবে সমকালীন খ্রিস্টান সঙ্গীতকে আমেরিকান সংস্কৃতির পুরোভাগে নিয়ে এসেছেন।

কেনেডি সেন্টারের চেয়ারম্যান ডেইভিড রুবেনস্টাইন একটি বিবৃতিতে আরো বলেছেন, “গ্লাডিস নাইট ‘সোল গানের কিংবদন্তী’ হিসেবে সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন। তিনি সোলের রাণী হিসেবে স্বীকৃত।”

‘নাইট ও ইউটু রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা করে নিয়েছেন তাদের কাজের গুণে।’

কেনেডি সেন্টারের পুরস্কার জয় করা পাঁচ শিল্পীই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাইট বলেছেন, তাকে নির্বাচন ক্যারিয়ারের অন্যতম অর্জন হিসেবে গণ্য হবে।

ইউ টু বলেছে, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে লাভ করা অন্যতম সেরা সম্মান।

ক্লুনি বলেছেন, ‘আমার নামটি কেনেডি সেন্টারের সম্মাননায় বলার পর সত্যিকারের উত্তেজনায় আশ্চর্য হয়েছি।’

তিনি এরপর উল্লেখ করেছেন, ‘কেন্টাকির একটি ছোট্ট শহরে বড় হয়েছিল। কোনোদিনও ভাবতে পারিনি, একদিন আমার মতো একজন মানুষ কেনেডি সেন্টারের বারান্দায় সম্মান গ্রহণ করতে বসতে পারব। অন্য শিল্পীদের সঙ্গে একত্রে আমার নাম উচ্চারণ সত্যিকারের সম্মান।’

গালা নাইটের মাধ্যমে তাদের হাতে স্মারকগুলো তুলে দেবে কেনেডি সেন্টার। এই আয়োজনের নাম হলো ‘দি কেনেডি সেন্টার অনারস গালা’। সেখানে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করবেন। ৪ ডিসেম্বর আয়োজনটি বর্ণাঢ্য আকারে হবে। একটি টিভি সংস্করণ সেদিন সিএসবিতে প্রচারিত হবে।

ছবি : এবারের কেনেডি সেন্টার পুরস্কার জয় করেছেন-জর্জ ক্লুনি, ইউটু ব্যান্ড, তানিয়া লেওন, অ্যামি গ্রান্ট ও গ্লাডিস নাইট।

ওএস।

Header Ad
Header Ad

বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত

আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই তিনিই এবার বিসিবির অধীনে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করতে নামতে চান না তিনি।

সৈকত এ সিদ্ধান্ত নিয়েছেন মূলত ক্ষোভ থেকে। আম্পায়ারদের সঙ্গে সম্প্রতি বিবাদে জড়িয়ে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। সে কারণে সব মিলিয়ে ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

তবে সে নিষেধাজ্ঞা না মেনে এক ম্যাচ পরই মাঠে নেমে পড়েছেন তিনি। হৃদয় যে ম্যাচে বিবাদে জড়িয়েছিলেন, সে ম্যাচে আম্পায়ার ছিলেন সৈকত, মূলত তার সঙ্গেই বাগবিতণ্ডায় জড়ান হৃদয়। এরপর তার এক ম্যাচের নিষেধাজ্ঞাতেই পার পেয়ে যাওয়াটা ক্ষুব্ধ করে তুলেছে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। এবার তিনি যার ফলে এ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

হৃদয় আবাহনী-মোহামেডান ম্যাচে নিষেধাজ্ঞাটা পেয়েছিলেন। তিনি ও তার দল মোহামেডান টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর আবেদন করেছিলেন। তবে সেটাতে সাড়া মেলেনি কমিটির। এরপর তাদের উপেক্ষা করে বিসিবির আম্পায়ার্স কমিটি শাস্তি কমায় হৃদয়ের। যদি আইনত আম্পায়ার্স কমিটির সামনে সুযোগ নেই কোনো নিষেধাজ্ঞা কমানোর, এ ক্ষমতা আছে স্রেফ সিসিডিএম আর টেকনিক্যাল কমিটির।

আর এ বিষয়টিই সৈকতকে ক্ষুব্ধ করে তুলেছে। তারই ফলশ্রুতিতে এ পদত্যাগ। আজ বুধবার এ নিয়ে সবায় বসবে বিসিবি।

ঘটনার সূত্রপাত ঘটে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচে। সে ম্যাচে শরফুদ্দৌলা অবশ্য মূল দৃশ্যে ছিলেন না। মোহামেডানের ইবাদত হোসেনের বলে আম্পায়ার তানভীর আহমেদ এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। যার ফলে প্রতিবাদ করেন ক্ষুব্ধ মোহামেডান ক্রিকেটাররা। এরপর বিষয়টি মীমাংসা করতে এসেছিলেন সৈকত, তার সঙ্গেও তর্কে লিপ্ত হন সবাই।

তবে সবাইকে ছাড়িয়ে যান হৃদয়, অখেলোয়াড়সুলভ আচরণ করেন তার সঙ্গে। এরপর ম্যাচ শেষেও আম্পায়ারদের নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। যার ফলে সব মিলিয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হন তিনি। পরে বাইলজ বদলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যারই ফল সৈকতের এভাবে টুর্নামেন্টের মাঝপথে সরে যাওয়া।

Header Ad
Header Ad

ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।  

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে এই তিন যুবক ট্রেনে কাটা পড়েছেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছেন বিষয়টি জানার চেষ্টা করছি। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসেছে।  

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়েন। সেসময় দুজন জীবিত ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।  

 

Header Ad
Header Ad

ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের এমন পদক্ষেপ সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন। পরবর্তীতে গত বছরের ৮ জুলাই অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা। তবে আবেদনের শুনানি শেষে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে আদেশ দেন।

পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা। তবে এরমধ্যেই রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত ১১ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক। অন্যদিকে লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের ২১ অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন। সে অনুযায়ী আপিল শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আপিলকারীদের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন বলেন, গত বছরের ৫ সেপ্টেম্বর এ মামলাটির শুনানির জন্য বিচারিক আদালতে দিন ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়েই গত ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয়, যাতে আইনের লঙ্ঘন হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি