চট্টগ্রাম পুলিশের সিনেমা ‘দামপাড়া’র শুটিং শুরু
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) ছিলেন শামসুল হক। বীর মুক্তিযোদ্ধাদের জন্য তিনি খুলে দিয়েছিলেন অস্ত্রাগার। পরবর্তীতে পাকিস্তানি সেনাবাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। তার মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা শহীদ এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে এবার সিনেমা বানাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘দামপাড়া’। শুক্রবার (২৪ ডিসেম্বর) নগরের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এর শুটিং শুরু হয়েছে।
ছবিতে শামসুল হক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস এবং তার বিপরীতে স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদাত হুসেন রাসেল জানিয়েছেন, শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদাত হুসেন রাসেল বলেন, এই চলচ্চিত্রটি এসপি এম শামসুল হক, মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রাম জেলা, দামপাড়া পুলিশ লাইন্স, পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ ও অন্যান্য ঐতিহাসিক ফেনোমেননের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে, তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা।