চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব সিরিজ 'বলি'
দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজ 'তাকদীর'। এবার এ গুণী অভিনেতা ও সোহেল মন্ডলের 'বলি' নামে আরেকটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। এটি দেখা যাবে স্ট্রিমিং মিডিয়া হইচইয়ে।
ওয়েব সিরিজটি পরিচালনা করেন শঙ্খ দাসগুপ্ত। এটি ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিরিজটির কাহিনী লিখেছেন নাসিফ ফারুক আমিন এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন। চিত্র নির্দেশনা করেছেন তাহসিন রহমান এবং সঙ্গীত নির্দেশনায় ছিলেন ইমন চৌধুরী।
শঙ্খ দাসগুপ্ত বলেন, 'পরীক্ষার ফল বের হওয়ার আগে যেমন অনুভূতি হয়, সেরকম অনুভব হচ্ছে। টিজার রিলিজ হওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। এত দিনের পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। রিলিজের পর থেকে ‘বলি’ দর্শকদের প্রোপার্টি। সিরিজটি সবার ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।'
এ ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ছেঁড়াদিয়ার ক্ষমতা দখলের লড়াই নিয়ে। হইচইয়ের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, 'আমরা চেয়েছি আমাদের কন্টেন্ট হবে ট্রেন্ডসেটার। আমরা নতুন ধরনের গল্প বলব। ভিন্ন স্বাদের, ভালো মানের কন্টেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষদের কাছে পৌঁছে দেওয়ার অব্যাহত প্রচেষ্টার ফসলই হচ্ছে বলি। সিরিজিটি সবাই পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।'
চঞ্চল চৌধুরী ও সোহেল মন্ডল ছাড়াও এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা এবং নাসির উদ্দিন খান।
/টিটি