মৌসুমীকে সন্দেহ করার মাশুল দিলেন ইরফান
'মিস্টার মেন্টালম্যান' টেলিফিল্মে ইরফান সাজ্জাদ ও মৌসুমী হামিদ
শিগগিরই টিভির পর্দায় সম্প্রচার হতে যাচ্ছে ইরফান সাজ্জাত ও মৌসুমী হামিদ অভিনীত টেলিফিল্ম 'মিস্টার মেন্টালম্যান'।
টেলিফিল্মটি পরিচালনা করেছেন কবি ও নির্মাতা জহির খান। আর রচনা করেছেন কবি নাট্যকার মিজানুর রহমান বেলাল।
এ টেলিফিল্মে মামুন (স্বামী) চরিত্রে ইরফান সাজ্জাদ আর আফরিন (স্ত্রী) চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন।
নাটকের গল্প সূত্রে জানা যায়, স্ত্রীর প্রতি সন্দেহ থেকে মামুন-আফরিন দম্পতির কলহ শুরু হয়। এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়। তাদের দাম্পত্য জীবনের করুণ পরিণতি জানতে হলে দেখতে হবে টেলিফিল্মটি।
এতে অন্যান্য চরিত্রে দেখা যাবে আব্দুল্লাহ রানা, মুকিব জাকারিয়া, নূর মোহাম্মদ, রকি খান, নয়ন, নীহারিকা মৌ, আহমেদ জিসান, হামিদুল ইসলাম ও অ্যানিকে।
এ বিষয়ে নির্মাতা জহির খান বলেন, 'আমি সবসময় যাপিত জীবনের দুঃখ-কষ্ট ও প্রেম-ভালোবাসার মাধ্যমে সমাজে মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকি। এর ধারাবাহিকতায় মিজানুর রহমান বেলালের রচনায় সুন্দর একটি গল্পে কাজ করলাম। সবাই ভালো অভিনয় করেছে। আশা রাখি দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে।'
শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
মৌসুমী হামিদ বলেন, কষ্ট ও প্রেম-ভালোবাসার মাধ্যমে সমাজে মেসেজ দেয়ার চেষ্টা থাকবে এই নাটকে। আশা করি সবাই নাটকটি উপভোগ করবেন।
এসআইএইচ/টিটি/এএস