জাজের চলচ্চিত্রে নতুন নায়িকা ‘জিরো ফিগার’ খ্যাত আরিয়ানা
‘জিরো ফিগার’ শব্দটি শুনলেই সবার চোখে ভাসে বলিউডের কোনও নায়িকার মুখ। কারণ ঢাকাই সিনেমায় এখন পর্যন্ত জিরো ফিগারের কোনো নায়িকাকে দেখা যায়নি। মাঝারি গড়নের নায়িকা কিংবা ভারী গড়নের নায়িকারাই বাংলা সিনেমার পর্দায় উঠে এসেছেন বরাবর। এবার সেই ধারা ভাঙতে চলেছে। প্রথমবারের মতো জিরো ফিগারের নায়িকা আসছে দেশিয় চলচ্চিত্রে। খবরটি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের ওয়েব সিনেমা ‘মোনা’তেই দেখা যাবে সেই নায়িকাকে। যার নাম আরিয়ানা জামান।
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালি জগতে নাম লিখিয়েছেন—মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বাপ্পি চৌধুরী, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে। এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ানা জামান।
আরিয়ানা জামান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণ হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।
এ ব্যাপারে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো? ঢালিউডে কি কেউ আসবে না? অনেকে এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। সে কথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।’