মুক্তি পেল ফারুকীর নতুন ভিডিওচিত্র ‘আমার বাংলাদেশ’
বাংলাদেশের সৌন্দর্য, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ভিডিওচিত্র ‘আমার বাংলাদেশ’। মেরিল-রাঁধুনী নিবেদিত, সান কমিউনিকেশনস লিমিটেডের ব্যানারে নির্মিত ভিডিওচিত্রটি বিজয়ের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বুধবার (১৫ ডিসেম্বর) রাতে ইন্টারনেটে মুক্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘কাজটা দেখলেই বুঝতে পারবেন আমাদের একার পক্ষে এটা করা সম্ভব হতো না। অনেক মানুষের সহযোগিতা নিতে হয়েছে এটা করতে গিয়ে। অনেক মানুষের এগিয়ে আসার মন্ত্র ছিল একটাই—বাংলাদেশ। আমরা বাংলাদেশই তুলে ধরত চেয়েছি।’
ভিডিওচিত্রে দেখা যায়, উৎসবের দিনগুলো একাই পালন করে লরা। এই পৃথিবীতে আপন কেউ নেই তার। বিদেশের এক ডরমেটরিতে গিয়ে এই সত্যটা জানতে পারে বাংলাদেশি তরুণী জুঁই। মা-বাবা হারা লরার প্রতি অদ্ভুত মায়া হয় জুঁইয়ের। এ জন্য লরাকে পহেলা বৈশাখ দেখাতে বাংলাদেশে নিয়ে আসেন জুঁই।
বাংলার রূপ-বৈচিত্র্য দেখে বিস্মিত হয় লরা। একসময় জুঁইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পুরো বাংলাদেশ দেখতে। জঙ্গল, পাহাড়, চা-বাগান, সমুদ্র, নানা খাবার, বিয়েবাড়ি, বাউল গান- সর্বোপরি বাংলার অপরূপ সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, খাবারের স্বাদ মুগ্ধ করে লরাকে। সাকরাইন উৎসবে আলো-আঁধারির মাঝে দাঁড়িয়ে লরার মনে হয়, বাংলার এই সৌন্দর্য সে কখনও ভুলতে পারবে না। আবার বিস্তৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয়, এটাই তার বাড়ি, এটাই তার ঠিকানা।
জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ইংল্যান্ডের অ্যালেক্স ডবসন। নেহা বলেন, এটা শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কত সুন্দর, মানুষ কত আন্তরিক, তা নতুন করে জানা যাবে ভিডিওটি দেখে। শুটিং করতে গিয়ে আমি নতুন করে বাংলাদেশের প্রেমে পড়েছি।’