আমেরিকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’
আমেরিকায় শুরু হচ্ছে ৩৩ তম পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী বছরের ৬ থেকে ১৭ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটেও এ খবর নিশ্চিত করা হয়েছে।
ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য আনন্দের আরেকটা বিশেষ কারণ হলো, উৎসবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। ৩৬টি সিনেমার সঙ্গে আমাদের ছবি প্রতিযোগিতা করবে। কান চলচ্চিত্র উৎসবের পরে এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।’
ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ।
পটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজক রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার ও সেন্সমেকারস প্রোডাকশন।
ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার। ‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি।