র্যাব কর্মকর্তা আজিজুল হাকিম ও নাসিম!

অভিনেতা আজিজুল হাকিম ও আহসান হাবিব নাসিম। এবার দুজনেই হলেন র্যাব কর্মকর্তা। দুজনেই তাদের ফেসবুকে র্যাবের পোশাক (ইউনিফর্ম) পরিহিত ও নেমপ্লেটধারী ছবি প্রকাশ করেছেন। নেমপ্লেটে আজিজুল হাকিমের নাম মাহবুব ও নাসিম তার স্বনামেই রয়েছেন।
অনেকেই এই দুজনের ছবি দেখে প্রশ্ন করেছে আসলেই কি তারা র্যাবে যোগদান করলেন? এ সম্পর্কে আজিজুল হাকিম বলেন, ‘অনেকেই ভাবছেন আমি বুঝি র্যাবে যোগ দিয়েছি। এটি সত্য নয়। চরিত্রের প্রয়োজনেই র্যাবের পোশাক পড়েছি। সেই পোশাকে র্যাব সদস্য ও স্বজনদের সামনে পারফর্ম করেছি। ৩০ এপ্রিল বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মঞ্চ নাটকের প্রদর্শনী করা হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দেন মাসুম রেজা। নাটকের নাম ‘স্বদেশ তোমার জন্য’। এই নাটকে আমি র্যাবের অফিসার হিসেবে অভিনয় করেছি। কাজটি করতে গিয়ে অসাধারণ একটা অনুভূতি হয়েছে। র্যাব বাহিনীর সদস্যদের জীবন সেক্রিফাইসে ভরা। কাজটি করতে গিয়ে বুঝতে পেরেছি।’
ওই মঞ্চ নাটকে আজিজুল হাকিম, আহসান হাবিব নাসিম ছাড়াও অভিনয় করেছেন তানভীন সুইটি প্রমুখ।
এএম/এসআইএইচ
