বাসায় ফিরেছেন কাজী হায়াৎ, শিগগিরই করতে হবে ওপেন হার্ট সার্জারি
ছবি: সংগ্রহ
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। তবে শঙ্কা কাটলেও এখনো পুরোপুরি সুস্থ না তিনি, শিগগির করতে হবে অপারেশন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ নিজেই।
কাজী হায়াৎ বলেন, ‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারি করতে হবে। খুব তাড়াতাড়ি করাতে হবে, যা আমি ২০০৫ সালে একবার করে ছিলাম। এরপর দেশের বাইরে থেকে হার্টে রিংও পরিয়েছিলাম। কিন্ত বর্তমানে আবারো ব্লক ধরা পড়েছে। তাই আবারও ওপেন হার্ট সার্জারি করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি দেশেই ওপেন হার্ট সার্জারি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষ দিকে। যে ডাক্তার ওপেন হার্ট সার্জারি করাবেন কয়েকদিনের জন্য তিনি দেশের বাইরে গেছেন জরুরি প্রয়োজনে। তাই একটু সময় লাগবে।’
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন কাজী হয়াৎ। এরপর ইসিজিসহ তার দেহে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করা হয়।
চলতি বছর মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান এই নির্মাতা। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।
এদিকে ‘জয় বাংলা’ নামের একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন কাজী হায়াৎ। এর বেশকিছু অংশের শুটিংও করেছেন। সরকারি অনুদানের ছবিটি তিনি আগামী বছরই মুক্তি দিতে চান। এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু।