জিপিএ ৪.০৮ পেয়ে দারুণ খুশি পূজা চেরি

পূজা চেরি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ রোববার। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। পূজা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন জিপিএ ৪.০৮। এমন ফলাফলে দারুণ খুশি হয়েছেন তিনি।
ফলাফল পেয়ে পূজা বলেন, ‘পরীক্ষার আগে টানা শুটিং করে আমি পরীক্ষায় অংশ নিয়েছি। স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিত। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুব খুশি, তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন।’
পূজা অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ভবিষ্যতে কী করবেন। তবে জানালেন আইন পড়ার ইচ্ছে রয়েছে তার। এই মুহূর্তে পূজা অপেক্ষা করছেন ‘গলুই’ সিনেমা মুক্তির জন্য। আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।
‘গলুই’ ছাড়াও ‘শান’ ও ‘হৃদিতা’ মুক্তির অপেক্ষায় রয়েছে তার। সম্প্রতি ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার শুটিং শুরু করেছেন।
এএম/আরএ
