জমি দখলের অভিযোগে জায়েদ খানের বিরুদ্ধে মানববন্ধন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দু সম্প্রদায়ের জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে শুধু জায়েদ খান না, তার বাহিনী ও ভাই ওবায়দুল হক পিন্টু এবং শহীদুল হক মিন্টু জড়িত।
কেএমএইচ/এসএ/
