এবার পদত্যাগ করবেন রুবেল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। চিত্রনায়িকা রোজিনার পর এবার পদত্যাগের কথা জানালেন চিত্রনায়ক রুবেল।
আগামী দুই দিনের মধ্যে শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন এ নায়ক। ব্যাক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্রটি পাঠাবেন বলে জানান তিনি। যদিও নির্বাচনের আগে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন নির্বাচনে যে প্যানেলই নির্বাচিত হোক তাদের সঙ্গেই কাজ করবেন।
রুবেল বলেন, ‘চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। ওমরাহ পালনে যাব। এছাড়া সারা দেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিন শ’ উপজেলা কানেক্ট করবো। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এরমধ্যে সমিতিকে সময় দেয়া আমার জন্য কঠিন হবে। যদি কোনও কাজই করতে পারলাম না কিন্তু একটা পদ আটকে রাখলাম- সেটা ঠিক হবে না। তাই আমি আমার পদটি ছেড়ে যেতে চাই।’
এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নায়িকা রোজিনা। শনিবার (১১ফেব্রুয়ারি) ঢাকাপ্রকাশকে এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুম পারভেজ রুবেল। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
এএম/এএস
