১০ বার মনোনীত হলেন অস্কারে ডেনজেল ওয়াশিংটন
ডেনজেল ওয়াশিংটন ইতিহাস তৈরি করে চলেছেন। আইকনিক এই অভিনেতা ‘ট্রেনিং ডে’ ও ‘ম্যালকম এক্স’র মতো ছবিগুলোতে তার চরিত্রগুলোর জন্য পরিচিত। মাত্রই তিনি পেশাজীবনের ১০ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার মনোনয়ন লাভ করেছেন। এবার ‘দি ট্রাজেডি অব ম্যাকবেথ’র জন্য সেরা অভিনেতার তালিকাতে আছেন। এই নিয়ে সবচেয়ে বেশিবার অস্কারের জন্য মনোনয়ন লাভ করা কৃষ্ণাঙ্গ অভিনেতা হয়েছেন, অস্কারের ইতিহাসে একমাত্র হয়ে ওয়াশিংটন নিজের আগের রেকডগুলোও ভেঙেছেন। মঙ্গলবার ৯৪তম অস্কারে মনোনীত হবার আগেই ওয়াশিংটন ইতিহাসে সবচেয়ে বেশিবার অস্কারে মনোনয়ন লাভ করা কালো অভিনেতা হয়ে আছেন। নবম বারে তিনি এই তালিকাতে এসেছিলেন ২০১৮ সালে তার ‘রোমান জে. ইসরায়েল ইজাক’ ছবিটির জন্য। এবারও সেই কাজটি সম্পাদন করেছেন তিনি। তবে গেল ২০ বছরের পেশাজীবনে সবচেয়ে দামী সিনেমা পুরস্কারটি লাভ করতে পারেননি ডেনজেল ওয়াশিংটন সেরা অভিনেতার। তবে অস্কার-‘সেরা অভিনেতা’ ও ‘সেরা পাশ্ব-অভিনেতা’ তার কাছে আছে। প্রথমবার লাভ করেছেন ১৯৯০ সালে, ‘ গ্লোরি’ সিনেমায়, সেরা পাশ্বচরিত্রাভিনেতার অভিনয়ের দৌলতে; পরে তিনি অস্কার লাভ করেছেন সেরা অভিনেতার ২০০২ সালে ‘দি ট্রেনিং ডে’র জন্য। অস্কারটি লাভ করেও তিনি থেমে থাকেননি। এখনো ডেনজেল ওয়াশিংটন প্রচুর কাজ করে চলেছেন। এই বছরের মনোনয়ন লাভ করা অভিনেতা ১৯৮০’র দশকের শেষের দিক থেকে প্রতিটি দশকেই অস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন। প্রথমটি পেয়েছেন ১৯৮৮ সালে সেরা পাশ্ব চরিত্রাভিনেতার জন্য, ‘ক্রাই ফ্রিডম’ সিনেমায় অভিনয়ের সুবাদে।
ঐতিহাসিকভাবে অস্কার কৃষ্ণাঙ্গ বা কালো অভিনেতাদের প্রতি সদয় নয়। সদ্য মারা যাওয়া বিখ্যাত অভিনেতা সিডনি প্রটিয়ের প্রথম অস্কার জয় করেছেন কালোদের মধ্যে, ১৯৬৪ সালে। এরপর ডেনজেল ওয়াশিংটন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে অস্কার জয় করেছেন ২০০২ সালে। ইতিহাসে একমাত্র কালো নারী, কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে হালে ব্যারি ২০০২ সালে মনস্টার’স বল-ছবিটির সুবাদে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছেন। এর আগে ও পরে ৯৪ বছরে আর কোনো কালো অভিনেত্রী জিততে পারেননি সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কারটি।(সিএনএন থেকে)