ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা আর নেই
চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ছবি: সংগৃহীত
মারা গেছেন জনপ্রিয় ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ৪ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।
গত ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।
এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র নিশাত মণি বলেছিলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’
এর আগে নিশাত মণি জানিয়েছিলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না।
অসাধারণ নৃত্যশিল্পী তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামি নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।