সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। হৃতিক-সুজানের সংসারজীবন ছিল ১৪ বছরের। ১০ বছর আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। তবে দু’জনের পথচলা ভিন্ন হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়েনি এখনো।

বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দু’জনের জীবনেই এসেছে নতুন মানুষ, তবুও প্রাক্তনের প্রতি অদৃশ্য টান যেন রয়েই গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

হৃতিক প্রেম করছেন মডেল সাবার সঙ্গে। অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালানের সাথে। এই চারজনের সম্পর্কের বোঝাপড়া দেখলে ভক্তরাও প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।

এমনকি ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে দেখা মিলল হৃতিকের। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মৌসুম উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তার প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক, ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগকেও দেখা গেছে। উদয় চোপড়া ও নার্গিস ফাখরিও পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এই দু’জনকেও সেখানে দেখা গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

একসঙ্গে প্রেমিক জুটিদের দেখে নেটিজেনরা মন্তব্যে করেছেন, ‘উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে সবচেয়ে অবাক হয়েছি। প্রাক্তনদের পুনর্মিলন’। হৃতিক-সুজানকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটি পরিপক্ক সম্পর্ক রয়েছে। দুই সন্তানের বাবা-মা তারা, সেটা ওদের জন্য মঙ্গল’।

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে। চারজনেই এখন চুটিয়ে প্রেম করছেন।

Header Ad
Header Ad

লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের

দীর্ঘ ৭ বছর পর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ বছর পর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সফরে তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হবে, যা মা-সন্তানের জন্য একটি আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে, আগামী ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। দলের সূত্রে জানা গেছে, তার সঙ্গে চিকিৎসক, পরিবারের সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ২৫-৩০ জন সফরসঙ্গী থাকতে পারেন।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া কিছুদিন তার ছেলের সঙ্গে সময় কাটাবেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন। সেখানে তার লিভার সিরোসিসসহ নানা শারীরিক জটিলতার চিকিৎসা হবে। ধারণা করা হচ্ছে, চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে পারেন।

এর আগে, ২০১৭ সালে শেষবারের মতো লন্ডনে যান খালেদা জিয়া। তখনও তারেক রহমান তাকে স্বাগত জানিয়েছিলেন। তবে এরপর দুর্নীতির মামলায় তাকে কারাবন্দি করা হয়। ২০২০ সালে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর থেকেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার প্রস্তুতি চলছিল। বর্তমানে ৭৯ বছর বয়সী এই নেত্রী হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

এই সফর বিএনপির নেতাকর্মীদের কাছে নতুন আশা জাগিয়েছে। তারা আশা করছেন, চিকিৎসা শেষে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দলের নেতৃত্বে নতুন উদ্যম আনবেন।

Header Ad
Header Ad

ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি। ডিবি পরিচয়ে আর কাউকে তুলেও নেয়া যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে। বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর তাদের নেয়া হবেনা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি অফিসের সবকিছু ঘুরে দেখেন।

Header Ad
Header Ad

চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মহানগর আদালতে ১,৯১১টি মামলার নথি নিখোঁজের ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে রোববার (৫ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা ছিল। জায়গার স্বল্পতার কারণে এগুলো মূল কার্যালয়ের বাইরে রাখা হয়। তবে আদালতের অবকাশকালীন ছুটির (১৩-৩১ ডিসেম্বর) মধ্যে এই নথিগুলো হারিয়ে যায়।

হারিয়ে যাওয়া নথিগুলোর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান এবং বিস্ফোরকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তথ্য রয়েছে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও এসব নথির কোনো সন্ধান পাওয়া যায়নি।

মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নথি গায়েব হওয়ার বিষয়টি উদ্বেগজনক। কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

নথি নিখোঁজের ঘটনায় বিচারপ্রক্রিয়া ও মামলাগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এই বিষয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার দাবি উঠেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার  
আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু  
রাষ্ট্র সংস্কারে কাজ করছে ১১ ছায়া কমিশন  
১৫ লাখ টাকা নিয়েছিলো সাবেক প্রেমিকের থেকে তাহসানের স্ত্রী!  
৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য  
মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত