উস্তাদ জাকির হোসেন আইসিইউ'তে
বিশ্ববরেণ্য তবলাবাদক জাকির হুসেন । ছবিঃ সংগৃহীত
হৃদরোগজনিত সমস্যার কারণে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেনকে।
বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ রোববার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাকে।
৭৩ বছর বয়সী জাকির হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
সূত্র জানায়, জাকির হোসেন গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি আছেন।
তার বন্ধু বাশিবাধক রাকেশ চৌরাসিয়া বলেন, 'তিনি অসুস্থ এবং বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। আমরা সবাই তার অবস্থা নিয়ে চিন্তিত।'