মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আমি খুব ছোটবেলায় সমকামী ছিলাম: কবীর সুমন

সংগীতশিল্পী কবীর সুমন। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন। প্রেম আর প্রতিবাদের কথা তাঁর গানে গানে বয়ে চলে। সত্য যতই তিক্ত হোক, তা বলতে তিনি দ্বিধাহীন। নিজের ব্যক্তিজীবন নিয়েও কখনো ভয় পান না মুখ খুলতে। এবার আবারও সেই গানওয়ালা শিরোনামে উঠে এলেন, ব্যক্তিজীবনের আরও এক বিস্ফোরক অধ্যায় নিয়ে। জানালেন এক সময় সমকামি ছিলেন তিনি।

ভারত-বাংলাদেশের বৈরী সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই ভারতীয় সংবাদমাধ্যমকে গায়ক বলেন, “পতাকার চেয়ে নিঃসন্দেহে ভালোবাসা বড়। আমি তো খুব ছোটবেলায় সমকামী ছিলাম। খুব ছোট না ১৬ বছর বয়সে। তারপর আর সমকামী নয়। তখন আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে। এই ধরুন আপনাকে আমার ভালো লাগছে। কিন্তু আপনাকে ভালো লাগছে মানে কি আমি জানতে চাইছি আপনার দেশ কোথায়?”

এর আগে বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মিথাচার নিয়ে গায়ক বলেছিলেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার করে চলেছে, তারা জেনে রাখুক মিথ্যে প্রচারে শেষ পর্যন্ত কোনো কাজই হয় না। পশ্চিমবঙ্গের সন্দেশখালী এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যে প্রচার যেমন প্রচারকদের কোনো সুবিধাই ডেকে আনেনি।’

এর আগে ফেলানী হত্যা প্রসঙ্গে কবীর সুমন লিখেছিলেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’

Header Ad
Header Ad

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আগামীতে সবাইকে একসঙ্গে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে।"

সোমবার (ঈদের দিন) রাত ৯টায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। পরে তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বক্তব্য রাখার অনুরোধ করেন।

খালেদা জিয়া বলেন, "আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।" তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আগামীর পথচলায় সবার দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কে এম ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হকও অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: বাসস

Header Ad
Header Ad

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় ত্রাণ ও জরুরি ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) এবং বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এ সহায়তা পাঠানো হয়।

মিশনে তিনটি বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের সমন্বয়ে একটি উদ্ধার ও চিকিৎসা দল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকদের মোট সংখ্যা ৫৫ জন, এবং বিমানের সাথে অতিরিক্ত ৩৭ জন ক্রু সদস্যও পাঠানো হয়েছে। দলটি তাদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন রেশন, স্বাস্থ্যবিধি সুবিধা, যোগাযোগ সরঞ্জাম, রান্নার সরঞ্জাম ইত্যাদি বহন করছে।

এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু পাঠানো হয়েছে। এর আগে, রোববার (৩০ মার্চ) বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে প্রথম ত্রাণ মিশন পাঠানো হয়েছিল, যাতে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা দল।

Header Ad
Header Ad

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি বেসরকারি উড়ান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, তবে প্লেনটির নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, প্লেনটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর প্লেনটি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর আহত নারী পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তার চিকিৎসা চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ
ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত
এপ্রিলে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল
জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, প্রাণহানি হতে পারে ৩ লাখ
জুলাই কন্যাদের সম্মানজনক পুরস্কার নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
রাজধানীতে মেট্রোরেল ও সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
যমুনা সেতু দিয়ে একসপ্তাহে ২ লাখ ৪৭ হাজার যানবাহন পারাপার, ১৭ কোটি টাকার টোল আদায়
ঈদের দিনে সড়কে মৃত্যুর মিছিল: ১০ জেলায় নিহত ২১
টঙ্গিবাড়ীতে ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস বিক্রি, উপকৃত ৪২০ পরিবার
ঈদের দিনেও তাপপ্রবাহ অব্যাহত, এক বিভাগে বৃষ্টির সম্ভাবনা
যশোরের শার্শা সীমান্তে যুবকের লাশ উদ্ধার, আটক ১
চীনে বিশাল তেলক্ষেত্র আবিষ্কার, মজুদ ১০ কোটি টনের বেশি
রাজধানীতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল
গাজীপুরে বাসচাপায় শিশুসহ দুই যাত্রী নিহত, আহত ৪
টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল জামাত অনুষ্ঠিত
ট্রাম্পের হুঁশিয়ারি: পরমাণু চুক্তি না হলে ইরানে বোমা হামলা ও নিষেধাজ্ঞা