মারা গেলেন মহাভারতের ভীম ও ভারতের ‘অজুর্ন’
অভিনেতা প্রাভীন কুমার সবতি-বি আর চোপরার ‘মহাভারত’ ছবিতে ‘ভীম’ চরিত্রে অনবদ্য অভিনয়, প্রচেষ্টার জন্য জনপ্রিয়; তিনি মারা গিয়েছেন ৭৫ বছর বয়সে।
কুমারের মেয়ে নিকুনিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘গতকাল ৭ ফেব্রুয়ারি, সোমবার; রাত প্রায় সাড়ে নয়টায় (ভারতীয় সময়) তিনি চলে গিয়েছেন। একটি হার্ট অ্যাটাকে ভুগছিলেন। বাবা দিল্লীর বাড়িতে মারা গিয়েছেন।’
‘ভীম’ চরিত্রটি তাকে বাসাবাড়িতে ডাকা-প্রচণ্ড পরিচিত ও জনপ্রিয় নামে পরিণত করেছে, এর বাদেও প্রাভীন কুমার অনেকগুলো ছবিতে কাজ করেছেন। এগুলোর মধ্যে আছে অমিতাভ বচ্চনের ‘শাহেনশাহ’ ও ধর্মেন্দ্রর ‘লোলা’। তাকে সাফল্য এনে দিয়েছে এমন অন্য ছবিগুলোর মধ্যে আছে, ‘আজ কা অর্জুন’, ‘আজোবা’ ও ‘ঘায়েল’।
অভিনেতা হবার আগে প্রাভীন হাতুড়ি নিক্ষেপ ও ডিসকাস থ্রো- প্রতিযোগিতার একজন খেলোয়াড় ছিলেন।
তিনি চারবারের এশিয়ান গেমসে পদক লাভ করেছেন প্রতিযোগিতার ইভেন্টগুলোতে ভারতের সবচেয়ে ভালো খেলোয়াড়দের অন্যতম হিসেবে অংশ নিয়ে।
১৯৬৮ সালের মেক্সিকো ও ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
প্রাভীন কুমার সবতি ভারতের ‘অর্জুন অ্যাওয়ার্ড’-এও সম্মানিত হয়েছেন। পদকটি ভারতে ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা।
তিনি পাশাপাশি চাকরি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’তে। সর্বশেষ ছিলেন ডেপুটি কমানড্যান্ট।
বিএসএফ তাদের অফিশিয়াল বা প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টে মৃত অভিনেতা ও সহকমীটির প্রতি শ্রদ্ধা জানিয়েছে-“বি আর চোপরার মহাভারতের ‘ভীম’র আইকনিক চরিত্রটি আমাদের স্মৃতিগুলোকে ভদ্র দৈত্যের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।”
প্রাভীন কুমারের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকটি টুইটে বিএসএফ লিখেছে, ‘মহাপরিচালকসহ বিএসএফের সকল পদের সীমান্তরক্ষীরা অসময়ে শ্রী প্রাভীন কুমার সেবতির চলে যাওয়ায় শোক প্রকাশ করছেন। তিনি আমাদের সাবেক ডেপুটি কমানড্যান্ট, অজুর্ন অ্যাওয়াডজয়ী, দুইবারের অলিম্পিয়ান ও চারবারের এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য অর্জনকারী ছিলেন। শ্রী প্রাভীন কুমার সবতি এশিয়ান গেমসে দুইবার স্বর্ণ, একবার রূপা ও একবার ব্রোঞ্জ জয় করেছেন।’
ওএস।
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিএসএফের অশিয়াল টুইটার থেকে।