মেগা চুরির জন্য আওয়ামী লীগকে আরেকবার দরকার: নির্মাতা ফারুকী
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সমসাময়িক নানা ইস্যুতে খোলামেলা মতামত দিয়ে থাকেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ নির্মাতা আবারও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর। সোমবার তিনি ফেসবুকে আওয়ামী লীগের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিয়ম নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন।
ফারুকী তার পোস্টে লেখেন, অনেকেই আশা করেছিলেন, আওয়ামী লীগ আত্মসমালোচনায় যাবে এবং বিচারের মাধ্যমে নিজেদের শুদ্ধ করে নতুন একটি রাজনৈতিক ধারা নিয়ে জনগণের সামনে আসবে। তবে, আওয়ামী লীগের ধারণা ভিন্ন-তারা মনে করছে দেশের মানুষ তাদের গুরুত্ব বুঝবে এবং বুঝতে পারবে তাদের ছাড়া চলা সম্ভব নয়। বিষয়টিকে অত্যন্ত বিস্ময়কর বলেও উল্লেখ করেন ফারুকী।
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের পুনরায় প্রয়োজন হতে পারে আরও তরুণ-কিশোরদের নিপীড়ন করার জন্য, ব্যাংক লুট ও টাকার পাচার অব্যাহত রাখার জন্য। সরকার সমর্থিত নেতাদের বিদেশে সম্পদ অর্জনের সমান সুযোগ নিশ্চিত করতে তারা আবার ক্ষমতায় আসতে চায়।"
ফারুকী ব্যঙ্গ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, কুইক রেন্টালের নামে দ্রুত অর্থ ডাকাতি, অসম চুক্তি, এবং বৈষম্যহীনভাবে নেতাদের সম্পদশালী করার জন্য দলীয় সহানুভূতি বজায় রাখা সম্ভব হয়নি-এগুলোকে কার্যকর করতে আরও একবার আওয়ামী লীগ প্রয়োজন।
তার এই পোস্টে সরকারের সমালোচনা ছাড়াও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করেন ফারুকী। তিনি নোবেলজয়ী ড. ইউনুস, ওয়াকার সাহেব এবং সেনাবাহিনীর সদস্যদের দেশ পরিষ্কারের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সালাম জানান এবং বলেন, তারা হাসিনার সুবিধা নেওয়ার পরিবর্তে জনতার পক্ষ হয়ে কাজ করছেন।
ফারুকীর বক্তব্যে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ফুটে ওঠে, যা জনসাধারণের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।