আমি ভীতু, আসিফ ভাই সাহসী, এজন্য তার বেশি সম্মান প্রাপ্য: শাহরিয়ার নাজিম জয়
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও গায়ক আসিফ আকবর। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে বিতর্কিত ছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অন্যদিকে, শিক্ষার্থীদের পাশে থেকে সরকারবিরোধী সমালোচনায় সরব ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ আকবরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলনে হতাহতের প্রতিবাদ জানাতে তিনি তার ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন।
গত ৩ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে আসিফ বলেন, "এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে এনেছি। তোমরা ওকে মেরে ফেলো, যেভাবে ছাত্রদের মারা হচ্ছে তা মানা যায় না। আমাদের একটাই দাবি- ‘স্বৈরশাসকের পদত্যাগ চাই।’"
গায়ক আসিফের সেই সাহসী পদক্ষেপের প্রশংসা করে নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শাহরিয়ার নাজিম জয়। সেখানে তিনি নিজেকে ভীতু হিসেবে অভিহিত করে আসিফকে সাহসী বলে সম্মান জানিয়েছেন। জয় তার পোস্টে লেখেন, "আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এজন্যই আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।"
জয়ের এই মন্তব্যে তার ভক্তরাও একমত প্রকাশ করেছেন। তবে, অনেকে ছাত্র আন্দোলনে জয়ের নীরব ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন।