আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন রাফি ও আজিজ!
রায়হান রাফি (বামে) এবং আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর পুরোপুরি পাল্টে গেছে দেশের প্রেক্ষাপট। সচিবালয়, আদালত পাড়া, তৎকালীন সরকার দলীয় লোকজন এমনকি বিনোদন জগতের তারকাদেরও বিভিন্ন অপকর্মের সব তথ্য বেরিয়ে আসছে। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নতুন গুঞ্জন। এবার নতুন গুঞ্জন উঠেছে পরিচালক রায়হান রাফি এবং জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজকে ঘিরে।
দেশের একটি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শাসনামলে দলটির বিভিন্ন এজেন্ডা ও বাস্তবায়ন করেছেন এই রায়হান রাফি। সেই সঙ্গে কাজ করিয়ে অর্থ না দেওয়াসহ একাধিক নারী কেলেঙ্কারিরও অভিযোগ উঠেছে পোড়ামন, দহন, পরান,তুফানের মতো সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই পরিচালকের বিরুদ্ধে।
ভোটের আগে সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিরোধীদলের ইমেজ সঙ্কটে ফেলতে প্রোপাগান্ডা স্বরূপ নির্মাণ করেছেন দহন ঠিক তেমনি বিরোধী দলের ওপর সহিংসতার দায় চাপাতে নির্মাণ করা হয়েছিল খাচার ভেতর অচিন পাখি নামের দুইটি সিনেমা। যার প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও চরকি।
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের আগের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফির পরিচালনায় ৩০ নভেম্বর, ১৮ সালে দহন সিনেমাটি মুক্তি পায়। মূলত এই সিনেমাটিতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস করছে এমন অভিযোগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন রায়হান রাফি। এমনকি তখনকার সময়ে আওয়ামী লীগ সরকারের প্রচারণার অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ১২টি চ্যানেলে ‘দহন’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও করেন। দহনে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
২০২১ সালে খাঁচার ভেতর অচিন পাখি ওয়েবে সিনেমা নির্মাণ করেন রায়হান রাফি। এতে তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে ইঙ্গিত করে সিনেমাটি বানান। সিনেমাটিতে দেখা গেছে তখনকার সরকার দলকে ক্ষমতা থেকে নামাতে বিরোধীদল সরকার প্রধানকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়। তবে, সিনেমার ডায়লগ ডেলিভারি ও ক্যারেক্টার দেখে আর বাকি রাখেনা এটি বাংলাদেশের কোন বিরোধীদলকে ইঙ্গিত করছে। সিনেমাটিতে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, তমা মির্জা, মাসুম বাশারসহ অনেকে।
এদিকে রায়হান রাফির বিরুদ্ধে অভিযোগ করেছেন সায়মা স্মৃতি নামে উঠতি মডেল ও অভিনেত্রী। তিনি বলেন, একজন নির্মাতার অপেশাদার, বাজে আচরণ হিনমন্য মনমানসিকতার হতে পারে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।
বর্তমানে মিডিয়া পাড়ায় রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের ভাঙন ঘটেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ খবর তমা মির্জা স্বীকার করলেও রায়হান রাফি অস্বীকার করেন তাদের প্রেমের কথা। তবে নতুন করে গুঞ্জন উঠেছে রাফি এখন মজেছেন তানজিন তিশার প্রেমে। এই জন্য রায়হান রাফির সম্প্রতি বঙ্গের ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে তমা মির্জাকে বাদ দিয়ে তানজিন তিশাকে নিয়েছেন রাফি।
দহন সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বিতর্কিত ব্যবসায়ী। ৫ আগস্ট সরকার পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। জনতা ব্যাংকের পাঁচ হাজার কোটি লুটপাট করেছেন আব্দুল আজিজ ও ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান ভাই এম এ কাদের। এর জন্য তার ভাই জেলও খেটেছেন কিছুদিন। ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে তিনি ও তার ভাই এম এ কাদেরসহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি ১৩ জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এছাড়াও অভিযোগে রয়েছে, ক্রিসেন্ট গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের রপ্তানি বিলের বিপরীতে জনতা ব্যাংক থেকে নেওয়া অর্থের মধ্যে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা দেশে ফেরত আসেনি। তবে, এ নিয়ে কিছু বলতে চান না তিনি। তার এত ঋণখেলাপি থাকার পরও তাকে ধরতে পারেনি গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তাহলে কি স্বৈরাচার সরকারের পক্ষ নেওয়ায় তিনি বেঁচে গেলেন জেলে যাওয়া থেকে।