হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নাট্যনির্মাতা রিংকু গ্রেপ্তার
নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। ছবি: সংগৃহীত
জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রিংকু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি তৌহিদ।
এর আগে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রিংকুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই নাট্য নির্মাতার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সহকর্মীরা। সেই তালিকায় রয়েছেন আরেক নাট্য নির্মাতা সাইফুল হাফিজ খান। শনিবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
সাইফুল হাফিজ খান জানান, আচমকা এই ঘটনা কেন ঘটল, এর পেছনে কী কারণ থাকতে পারে তা এখনো জানা যায়নি। আনুমানিক রাত ১২টার দিকে এক ফোন কলে বিষয়টি জানতে পারেন তিনি। এরপর খোঁজ নিলেও তেমন কোনো তথ্য জানতে না পাওয়ায় তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান এই নির্মাতা।
অভিনেতা খায়রুল বাসার ফেসবুকে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।’
গণমাধ্যমকে খায়রুল বাসার জানান, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারা ভালো করেই জানেন সে কেমন মানুষ। তাকে কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি বলেন অভিনেতা।
উল্লেখ্য, রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় এক শতাধিক নাটক নির্মাণ করেছেন। তবে গত বছর তার নির্মিত ‘রূপান্তর’ নাটক ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। পরবর্তীতে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়।