লতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক
লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশন দেয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, ‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন লতা। গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার।
শনিবার আনন্দ বাজার পত্রিকার অনলাইন ভার্সনে হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদান ‘র বরাদ দিয়ে জানান, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’। হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন।’
কিছু দিন আগে গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা হয়েছিল তার। তারপর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনো ভুয়ো খবর যেন ছড়ানো না হয়।