দর্শকদের জন্য প্রস্তুত 'গলুই', আসছে ঈদে
ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরী এবার প্রস্তুত। ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘গলুই’ সিনেমায়। জনপ্রিয় পরিচালক এস এ হক অলিকের পরিচালনায় ইতোমধ্যেই শুটিং শেষ হয়ে আনকাট সেন্সর ছাড়ও পেয়েছে ‘গলুই’।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই দর্শকদের সামনে হাজির হবেন বহুল আলোচিত এই জুটি। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এমনটিই জানালেন এই সিনেমার পরিচালক এস এ হক অলিক।
তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিব খান ও পূজাকে একেবারেই ভিন্নভাবে দেখতে পারবে দর্শক। সেন্সর ছাড় পেয়ে এখন আমরা মুক্তির জন্য প্রস্তুত। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। করোনা পরিস্থিতি যদি ভালো হয় তবে আগামী ঈদেই আমরা সিনেমাটি মুক্তি দেবো।’
২০২০-২১ অর্থ বছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি শাকিব খান অভিনীত প্রথম অনুদানের সিনেমা।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তর্ণ এক জনপদের জীবন উপজীব্য করে সিনেমাটি নির্মিত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় এর শুটিং হয়েছে। টানা ৪০ দিনের মতো শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির শুটিং শেষ হয়।
খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ‘গলুই’তে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরী প্রমুখ।
গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, কণা ও ইমরান।
এএম/এএস