রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাফটা অ্যাওয়ার্ডসের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

ব্রিটিশ চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার বাফটা। এতে মনোনীত কিংবা বিজয়ীরা অস্কার দৌড়ে সাধারণত এগিয়ে থাকেন। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্র পুরস্কার জেতে। এ ছাড়া বাফটার প্রায় সব শাখার বিজয়ীরা অস্কারেও সেরা হয়েছে গত বছর।

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৫তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন তালিকা ঘোষণা করে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)।
ঢাকাপ্রকাশ পাঠকদের জন্য মনোনয়নের পুরো তালিকাটি তুলে ধরা হলো-

সেরা চলচ্চিত্র: বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ডুন, লিকোরিস পিৎজা ও দ্য পাওয়ার অব দ্য ডগ।
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র: আফটার লাভ, আলি অ্যান্ড আভা, বেলফাস্ট, বয়লিং পয়েন্ট, সিরানো, এভরিবডি’স টকিং অ্যাবাউট, হাউস অব গুচ্চি, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই ও পাসিং

সেরা অভিনেতা: আদিল আখতার (আলি অ্যান্ড আভা), মাহেরশালা আলি (সোয়ান সং), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), লিওনার্দো ডিক্যাপ্রিও (ডোন্ট লুক আপ), স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: লেডি গাগা (হাউস অব গুচ্চি), আলানা হাইম (লিকোরিস পিৎজা), এমিলিয়া জোন্স (কোডা), রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড), জোয়ানা স্কানলান (আফটার লাভ) ও টেসা থম্পসন (পাসিং)।

সেরা পার্শ্ব অভিনেতা: মাইক ফেইস্ট (ওয়েস্ট সাইড স্টোরি), কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), উডি নরম্যান (সি’মন সি’মন), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: কেটরিওনা ব্যালফ (বেলফাস্ট), জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), অ্যান ডাউড (মাস), আনজোনুই এলিস (কিং রিচার্ড) ও রুথ নেগা (পাসিং)।

সেরা পরিচালক: আলিম খান (আফটার লাভ), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), অদ্রে দিওয়ান (হ্যাপেনিং), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান)।

ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), হ্যারিস ডিকিনসন (দ্য কিং’স ম্যান), লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই), মিলিসেন্ট সায়মন্ডস (অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

অসাধারণ নতুন নির্মাতা (ব্রিটিশ): পরিচালক আলিম খান (আফটার লাভ), চিত্রনাট্যকার জেমস কামিংস ও প্রযোজক হেস্টার রফ (বয়লিং পয়েন্ট), পরিচালক জেমস স্যামুয়েল (দ্য হার্ডার দে ফল), পরিচালক পোসি ডিক্সন ও প্রযোজক লিভ প্রক্টর (কিবোর্ড ফ্যান্টাসিস) ও পরিচালক রেবেকা হল (পাসিং)।

ইংরেজির বাইরে অন্য ভাষার ছবি: ড্রাইভ মাই কার (জাপান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), প্যারালাল মাদারস (স্পেন), লিটল মম (ফ্রান্স) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)

সেরা প্রামাণ্যচিত্র: বিকামিং কুস্তো (যুক্তরাষ্ট্র), কাউ (যুক্তরাজ্য), ফ্লি (ডেনমার্ক), দ্য রেসকিউ (যুক্তরাষ্ট্র) ও সামার অব সৌল (যুক্তরাষ্ট্র)।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) ও দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন)।

সেরা মৌলিক চিত্রনাট্য: বিইং দ্য রিকার্ডোস (অ্যারন সরকিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাককে), কিং রিচার্ড (জ্যাক বেইলিন) ও লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন)।

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি), ডুন (ডেনি ভিলন্যুভ), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)।

সেরা মৌলিক সুর: বিইং দ্য রিকার্ডোস (ড্যানিয়েল পেম্বারটন), ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (আলেকজ্যঁন্দ দেসপ্লা) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)।

সেরা কাস্টিং: বয়লিং পয়েন্ট (ক্যারোলিন ম্যাকলাওড), ডুন (ফ্রঁসিন মেইজলার), দ্য হ্যান্ড অব গড (মাসিমো আপোলনি, আনামারিয়া সামবুকো), কিং রিচার্ড (রিচ ডেলিয়া, অ্যাভি কাউফম্যান) ও ওয়েস্ট সাইড স্টোরি (সিন্ডি টোলান)।

সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার), নাইটমেয়ার অ্যালি (ড্যান লাউস্টসেন), নো টাইম টু ডাই, (লিনাস সান্ডগ্রেন), দ্য পাওয়ার অব দ্য ডগ (আ ওয়েগনার) ও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো ডেলবোনেল)।

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান), সিরানো (মাসিমো কান্তিনি পারিনি), ডুন (রবার্ট মর্গ্যান, জ্যাকলিন ওয়েস্ট), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (মিলেনা কানোনেরো) ও নাইটমেয়ার অ্যালি (লুইস সেকেইরা)।

সেরা শিল্প নির্দেশনা: সিরানো, ডুন, দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, নাইটমেয়ার অ্যালি ও ওয়েস্ট সাইড স্টোরি।

সেরা সম্পাদনা: বেলফাস্ট, ডুন, লিকোরিস পিৎজা, নো টাইম টু ডাই ও সামার অব সৌল।

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: ক্রুয়েলা, সিরানো, ডুন, দ্য আইস অব টেমি ফে ও হাউস অব গুচ্চি।

স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন, ফ্রি গাই, গোস্টবাস্টারস: আফটারলাইফ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস ও নো টাইম টু ডাই।

সেরা শব্দ: ডুন, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই, অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু ও ওয়েস্ট সাইড স্টোরি।

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ব্ল্যাক কপ, ফ্যাম, দ্য প্যালেস, স্টাফড এবং থ্রি মিটিংস অব দ্য এক্সট্রাঅর্ডিনারি কমিটি।

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: অ্যাফেয়ার্স অব দ্য আর্ট, ডু নট ফিড দ্য পিজনস ও নাইট অব দ্য লিভিং ড্রেড।

আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সবার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।

এএম/টিটি

Header Ad
Header Ad

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

এ সময় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পায়রা সমুদ্র বন্দর প্রকল্পে সঠিকভাবে অগ্রগতি না থাকায় এটি “সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না” - এমন মন্তব্য করেছেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Header Ad
Header Ad

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এজন্য নির্বাচনের সঙ্গে জড়িত প্রার্থীদের, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এবং যারা অনিয়মে যুক্ত ছিল, তাদের তদন্ত করে বিচার করতে হবে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিস্ট কাঠামোয় নিয়ে গেছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে, যার দায় নির্বাচন কমিশনেরও রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান প্রবর্তন, প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ, নির্বাচনে সহিংসতা রোধে আচরণবিধি সংস্কার, ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র মনিটরিং করা।

এছাড়া একই নামে একাধিক দলের নিবন্ধন, অফিসবিহীন দলকে বৈধতা দেওয়া এবং এসব বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। এনসিপি মনে করে, এসব বাস্তবায়ন না হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

Header Ad
Header Ad

এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

রেমিট্যান্সের বড় একটি অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দিয়ে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আসে—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও যথাক্রমে ২১৯ কোটি ও ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিশেষজ্ঞদের মতে, সরকার ঘোষিত প্রণোদনা, ডলারের ভালো বিনিময় হার এবং রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের বাড়তি পাঠানোর প্রবণতা—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এপ্রিল শেষে এই প্রবাহ ৩৫০ কোটি ডলারের বেশি হতে পারে, যা নতুন একটি রেকর্ড হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক