শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাফটা অ্যাওয়ার্ডসের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

ব্রিটিশ চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার বাফটা। এতে মনোনীত কিংবা বিজয়ীরা অস্কার দৌড়ে সাধারণত এগিয়ে থাকেন। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও সেরা চলচ্চিত্র পুরস্কার জেতে। এ ছাড়া বাফটার প্রায় সব শাখার বিজয়ীরা অস্কারেও সেরা হয়েছে গত বছর।

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ৭৫তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন তালিকা ঘোষণা করে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)।
ঢাকাপ্রকাশ পাঠকদের জন্য মনোনয়নের পুরো তালিকাটি তুলে ধরা হলো-

সেরা চলচ্চিত্র: বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ডুন, লিকোরিস পিৎজা ও দ্য পাওয়ার অব দ্য ডগ।
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র: আফটার লাভ, আলি অ্যান্ড আভা, বেলফাস্ট, বয়লিং পয়েন্ট, সিরানো, এভরিবডি’স টকিং অ্যাবাউট, হাউস অব গুচ্চি, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই ও পাসিং

সেরা অভিনেতা: আদিল আখতার (আলি অ্যান্ড আভা), মাহেরশালা আলি (সোয়ান সং), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), লিওনার্দো ডিক্যাপ্রিও (ডোন্ট লুক আপ), স্টিফেন গ্রাহাম (বয়লিং পয়েন্ট) ও উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: লেডি গাগা (হাউস অব গুচ্চি), আলানা হাইম (লিকোরিস পিৎজা), এমিলিয়া জোন্স (কোডা), রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড), জোয়ানা স্কানলান (আফটার লাভ) ও টেসা থম্পসন (পাসিং)।

সেরা পার্শ্ব অভিনেতা: মাইক ফেইস্ট (ওয়েস্ট সাইড স্টোরি), কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), উডি নরম্যান (সি’মন সি’মন), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: কেটরিওনা ব্যালফ (বেলফাস্ট), জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), অ্যান ডাউড (মাস), আনজোনুই এলিস (কিং রিচার্ড) ও রুথ নেগা (পাসিং)।

সেরা পরিচালক: আলিম খান (আফটার লাভ), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), অদ্রে দিওয়ান (হ্যাপেনিং), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও জুলিয়া দুকুরনো (তিতান)।

ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি), হ্যারিস ডিকিনসন (দ্য কিং’স ম্যান), লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই), মিলিসেন্ট সায়মন্ডস (অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

অসাধারণ নতুন নির্মাতা (ব্রিটিশ): পরিচালক আলিম খান (আফটার লাভ), চিত্রনাট্যকার জেমস কামিংস ও প্রযোজক হেস্টার রফ (বয়লিং পয়েন্ট), পরিচালক জেমস স্যামুয়েল (দ্য হার্ডার দে ফল), পরিচালক পোসি ডিক্সন ও প্রযোজক লিভ প্রক্টর (কিবোর্ড ফ্যান্টাসিস) ও পরিচালক রেবেকা হল (পাসিং)।

ইংরেজির বাইরে অন্য ভাষার ছবি: ড্রাইভ মাই কার (জাপান), দ্য হ্যান্ড অব গড (ইতালি), প্যারালাল মাদারস (স্পেন), লিটল মম (ফ্রান্স) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)

সেরা প্রামাণ্যচিত্র: বিকামিং কুস্তো (যুক্তরাষ্ট্র), কাউ (যুক্তরাজ্য), ফ্লি (ডেনমার্ক), দ্য রেসকিউ (যুক্তরাষ্ট্র) ও সামার অব সৌল (যুক্তরাষ্ট্র)।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস) ও দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন)।

সেরা মৌলিক চিত্রনাট্য: বিইং দ্য রিকার্ডোস (অ্যারন সরকিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাককে), কিং রিচার্ড (জ্যাক বেইলিন) ও লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন)।

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার), ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি), ডুন (ডেনি ভিলন্যুভ), দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন)।

সেরা মৌলিক সুর: বিইং দ্য রিকার্ডোস (ড্যানিয়েল পেম্বারটন), ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (আলেকজ্যঁন্দ দেসপ্লা) ও দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)।

সেরা কাস্টিং: বয়লিং পয়েন্ট (ক্যারোলিন ম্যাকলাওড), ডুন (ফ্রঁসিন মেইজলার), দ্য হ্যান্ড অব গড (মাসিমো আপোলনি, আনামারিয়া সামবুকো), কিং রিচার্ড (রিচ ডেলিয়া, অ্যাভি কাউফম্যান) ও ওয়েস্ট সাইড স্টোরি (সিন্ডি টোলান)।

সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার), নাইটমেয়ার অ্যালি (ড্যান লাউস্টসেন), নো টাইম টু ডাই, (লিনাস সান্ডগ্রেন), দ্য পাওয়ার অব দ্য ডগ (আ ওয়েগনার) ও দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ (ব্রুনো ডেলবোনেল)।

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান), সিরানো (মাসিমো কান্তিনি পারিনি), ডুন (রবার্ট মর্গ্যান, জ্যাকলিন ওয়েস্ট), দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (মিলেনা কানোনেরো) ও নাইটমেয়ার অ্যালি (লুইস সেকেইরা)।

সেরা শিল্প নির্দেশনা: সিরানো, ডুন, দ্য ফ্রেঞ্চ ডিসপাচ, নাইটমেয়ার অ্যালি ও ওয়েস্ট সাইড স্টোরি।

সেরা সম্পাদনা: বেলফাস্ট, ডুন, লিকোরিস পিৎজা, নো টাইম টু ডাই ও সামার অব সৌল।

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: ক্রুয়েলা, সিরানো, ডুন, দ্য আইস অব টেমি ফে ও হাউস অব গুচ্চি।

স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন, ফ্রি গাই, গোস্টবাস্টারস: আফটারলাইফ, দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস ও নো টাইম টু ডাই।

সেরা শব্দ: ডুন, লাস্ট নাইট ইন সোহো, নো টাইম টু ডাই, অ্যা কোয়ায়েট প্লেস পার্ট টু ও ওয়েস্ট সাইড স্টোরি।

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ব্ল্যাক কপ, ফ্যাম, দ্য প্যালেস, স্টাফড এবং থ্রি মিটিংস অব দ্য এক্সট্রাঅর্ডিনারি কমিটি।

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: অ্যাফেয়ার্স অব দ্য আর্ট, ডু নট ফিড দ্য পিজনস ও নাইট অব দ্য লিভিং ড্রেড।

আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সবার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।

এএম/টিটি

Header Ad

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) ।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল ও তার বন্ধু মনির। শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

ইসমাইলের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। মনির এখনো ওই হাসপাতালেই আছেন, বলে জানান তিনি।

শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলেও জানান তার চাচা।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, শুক্রবার ভোর রাতের কোন এক সময়ে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় একটি দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।

Header Ad

বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কথা বলেছেন সেই প্রসঙ্গেও।

আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বিচার প্রক্রিয়ার আগে তাদের মাঠে থাকার অধিকার নেই, সুযোগও নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতোই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা। যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ বলেন, কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।

Header Ad

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

ছবি: সংগৃহীত

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন আবিদের বাবা নিয়াজ আহমেদ। ফলে বাড়িতে ছিলেন আবিদ ও তার মা। মাদকের টাকা জোগাড় করতে প্রায় সময় মা আনোয়ারা বেগমকে অত্যাচার করতেন আবিদ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে মাকে নৃশংসভাবে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। নিহত আনোয়ারা বেগমের মুখ, মাথা ও হাতে কোপের চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস জানান, হোসাইন মোহাম্মদ আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা