ইতালির সিনেমার রানির বিদায়
‘কুইন অব ইতালিয়ান সিনেমা’ হিসেবে খ্যাত মনিকা ভিত্তির জীবনাবসান ঘটল। ইতালির সিনেমা আইকন তিনি। বিখ্যাত ইতালিয়ান চলচ্চিত্রকার মিকেলাঞ্জেলো আন্তনিওনির ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এ অবিনেত্রী। অভিনয় আর সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছিলেন পঞ্চাশ ও ষাটের দশক। ৯০ বছর বয়সে থেমে গেল তার জীবনচাকা।
রোমের সাবেক মেয়র ওয়াল্টার ভেলত্রনি গত বুধবার (২ ফেব্রুয়ারি) টুইটারে মনিকার সঙ্গী রবার্তো রুসোর বরাত দিয়ে এই খবর জানান। পরে ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে।
ইতালির এই কিংবদন্তি অভিনেত্রী সবচেয়ে বেশি পরিচিতি পান আন্তনিওনির সিনেমায় অভিনয় করে। ১৯৬০ সালে ‘লাভেন্তুরা’ ও পরের বছর ‘লা নত্তে’ ছবিতে অভিনয় করেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন আলঝেইমারে ভুগেছেন এই শিল্পী।
১৯৩১ সালে রোমে জন্ম হয় মনিকার। আন্তনিওনির ‘লাভেন্তুরা’ ছবিতে অভিনয় তাঁকে সাফল্য এনে দেয়। নির্মাতা হিসেবে আন্তনিওনিরও বেশ পছন্দ হয় মনিকাকে। এই জুটি এরপর আরও কিছু ছবিতে কাজ করেন নির্মাতা ও অভিনেত্রী হিসেবে। ‘রেড ডেজার্ট’ যার অন্যতম।
বেশ কিছু আন্তর্জাতিক ছবিতেও মনিকা অভিনয় করেন। এগুলোর মধ্যে ‘মডেস্টি ব্লেইজ’, ‘অন মাই ওয়ে টু দ্য ক্রুসেডস, আই মেট আ গার্ল হু...’ উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি রুপালি পর্দায় জুটি বেঁধেছেন বিখ্যাত কমেডি অভিনেতা আলবের্তো সর্দির সঙ্গে।
মনিকা ভিত্তি ইতালির অস্কারখ্যাত দাভিদ দি দোনাতেল্লো পুরস্কার পান পাঁচবার। এ ছাড়া গোল্ডেন লায়ন পুরস্কার পান ভেনিস চলচ্চিত্র উৎসবে। আর ‘লাভেন্তুরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন বাফটাতে। ২০০১ সাল থেকে তিনি আলঝেইমারে আক্রান্ত হয়ে জনসমক্ষে আসা বন্ধ করে দেন।
টিটি/