বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ম্যাডোনার কনসার্টে হাজির ১৬ লাখ দর্শক

ম্যাডোনার কনসার্ট দেখতে ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে হাজির হয়েছিল ১৬ লাখ দর্শক। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনার কনসার্ট, সেটিও ফ্রি! এই সুযোগ কি মিস করা যায়? মোটেও না। আর তাই তো ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে শনিবার (৪ মে) ম্যাডোনার কনসার্টে ১৬ লাখেরও বেশি লোক ভিড় করেছিল। গায়িকার সেলিব্রেশন ট্যুরের অংশ হিসেবে আয়োজিত এই কনসার্টে উপচে পড়া ভক্তদের ভীড় দেখা গেছে।

শনিবার (৪ মে) স্থানীয় সময় রাতে কোপাকাবানা সৈকতে উঠেছিল রীতিমতো ম্যাডানো ঝড়। আর সেই ঝড়ের সাক্ষী হয়ে রইল প্রায় ১৬ লাখ মানুষ।

ম্যাডোনার কনসার্ট। ছবি: সংগৃহীত

সঙ্গীতে পপ আইডল ম্যাডোনার ৪০ বছর পূর্তি উপলক্ষে গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয় সেলিব্রেশন ট্যুর কনসার্ট। শনিবার রিও ডি জেনিরোতে কোপাকাবানা সমুদ্র সৈকতে আয়োজন করা হয় এই ট্যুরের শেষ কনসার্ট। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি দেখতে প্রায় ১৬ লাখ মানুষ হাজির হয়েছিলেন। যা একক শিল্পীর কনসার্টে দর্শক উপস্থিতির দিক থেকে সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পারফরম্যান্স শুরুতে ম্যাডোনা দর্শকদের উদ্দেশ করে বলেন, “রিও, আমরা বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি।”

ম্যাডোনার কনসার্ট দেখতে ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে হাজির হয়েছিল ১৬ লাখ দর্শক। ছবি: সংগৃহীত

স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কোপাকাবানা প্যালেস হোটেল থেকে বিশেষ এলিভেটেড ব্রিজে মঞ্চে আসেন এ জনপ্রিয় তারকা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে “নাথিং রিয়েলি ম্যাটার্স”, “লাইক আ প্রেয়ার” ও “ভোগ”-এর মতো কালজয়ী গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন ৬৫ বছর বয়সী ম্যাডোনা। একপর্যায়ে তার সঙ্গে মঞ্চে যোগ দেন ব্রাজিলিয়ান গায়িকা আনিতা।

অনুষ্ঠানটি দেখার জন্য সমুদ্র সৈকতের পাশে বড় পর্দা স্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন কেউ অ্যাপার্টমেন্ট, হোটেল, নৌকা থেকে ম্যাডোনার গান উপভোগ করেন। পুরো সৈকতে ছিল টি-শার্ট, স্যুভেনিরসহ নানা উপকরণের দোকান। এই কনসার্ট ব্রাজিলের স্থানীয় অর্থনীতিতে ৪০ লাখ ডলারের বেশি অবদান রেখেছে বলে জানা গেছে।

মার্কিন এ তারকা মঞ্চে ওঠার কয়েক ঘণ্টা আগে থেকেই স্পিকারে তার গান বাজানো হয়। এ সময় ম্যাডোনার গানের সঙ্গে ভক্তদের নাচতে দেখা যায়। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৩ হাজার ২০০ সেনাসদস্য, প্রস্তুত ছিলেন আরও ১ হাজার ৫০০ পুলিশ সদস্য।

কনসার্টটি উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে ম্যাডোনা ভক্তদের ঢল নামে ব্রাজিলে। এজন্য রিও ডি জেনিরোতে ১৭০টি অতিরিক্ত ফ্লাইট নামে বলে জানা গেছে। স্থানীয় হোটেলগুলোও ছিল প্রায় শতভাগ পূর্ণ।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রবিউল, মো. সাজিদুল, বাপ্পি, মো. বাবুল হোসেন এবং মো. ইসলামকে গ্রেফতার করা হয়।

তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১টি .২২ মি.মি. রাইফেল, ১টি হইসু দা এবং ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের গ্রেফতারের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়া এক ফ্লাইটে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দেয়ার চেষ্টা করে টোরেস নামে এক যুবক।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেই যুবককে যুক্তরাষ্ট্রের বো-তে লোগান বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সেই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা।

পুলিশ ও ফ্লাইট কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট উড়ার ঠিক আগে টোরেসের তার প্রেমিকার সাথে তীব্র ঝগড়া বাঁধে। তার পর হঠাৎ ফ্লাইটের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত টোরেসকে আটক করে। যুক্তরাষ্ট্রের একটি আদালতে তাকে হাজির করানো হলে বিচারক টোরেসকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি  
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই