করোনায় আক্রান্ত শাবানা আজমি

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বাস্থ্যের খবর তিনি নিজেই জানিয়েছেন।
সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেন, ‘কোভিড পজিটিভ হয়েছি আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)। বাড়িতেই আলাদা রয়েছি। যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের অনুরোধ, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’
বলিউড প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর, সাবা আলি খানসহ অনেকেই তার রোগমুক্তি কামনা করেছে।
বনি লিখেছেন, ‘হায় ভগবান, দয়া করে জাভেদ সাবের থেকে দূরে থাকুন।’ কেবল বনি নন, অনেক অনুরাগীও শাবানার স্বামী কিংবদন্তি জাভেদ আখতারকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন।
৭০ বছর বয়সী এই অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তে। এই ছবিতে রকি আর রানির ভূমিকায় থাকছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আগামী বছর ১০ ফেব্রুয়ারি এই ছবির মুক্তির তারিখ ঠিক হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
এএম/এমএমএ/
