মিস ইউএসএ চেসলি ক্রিস্টের আত্মহত্যা

সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। মৃত্যুকালে মার্কিন এ সুন্দরীর বয়স হয়েছিল ৩০ বছর।
পুলিশ জানায়, রবিবার (৩০ জানুয়ারি) ভোরে নিউইয়র্ক সিটিতে ক্রিস্টকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।
এ ছাড়া মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন চেসলি ক্রিস্ট। তাতে লেখা ছিল, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন চেসলি ক্রিস্ট। তিনি একজন অ্যাটর্নি ছিলেন। যেসব বন্দিদের অন্যায়ভাবে কারাগারে শাস্তি দেওয়া হয়েছিল তাদের জন্য কাজ করছিলেন তিনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০ তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেসলি ক্রিস্ট।
তার পরিবার এক বিবৃতিতে বলেছে, 'আমরা আমাদের প্রিয় চেসলির মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি সৌন্দর্য এবং শক্তি দিয়ে বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করেছিলেন।'
টিটি/
