বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন
ছবি সংগৃহিত
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব। শুক্রবার (২২ মার্চ) ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।অনেকদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। ফুসফুসে সংক্রমণ ছিল তার। এর পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়েছিল। অভিনেতার বুকে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। গত ৪২ দিন ধরে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল এ অভিনেতার। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এ অভিনেতা সংগঠনটির সহসভাপতি ছিলেন।
দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থ সারথি দেব। বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন অভিনেতা পার্থ সারথি দেব। নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয়। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’-এ দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ তার বিভিন্ন সহশিল্পীরা।
জয়জিৎ ব্যানার্জি তার ফেসবুকের পাতায় লেখেন, ‘চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থসারথি দেব। থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবোনা কমরেড।
অভিনেত্রী রপাঞ্জনা মিত্র পার্থসারথি দেবকে নিয়ে নিজে ফেসবুকে লম্বা পোস্ট করেন। স্মৃতির পাতা থেকে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন, “পার্পল স্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুট চলছিল…তুমি নিজে এসে দেখা করে গেলে.., কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেলো মাসের কথা…court scene চলছিল আমাদের।
Debdut Ghosh দা , Dibyojyoti Dutta, Arjun Chakrabarty, আর আমি তোমার চেনা কয়েকজনের মধ্যে আছি জেনে তুমি আমাদের সাথে এসে বসলে একটু অবসর সময় কাটালে, অল্প আড্ডা এবং সেই প্রাণ খোলা হাঁসি আবার হাঁসলাম আমরা… চা খেলাম, তারপর আবার যে যার মতো শট দিতে যাওয়া… তার আগে সেই পুরোনো ডাকটা আবার তোমার মুখে শুনলাম ‘রূপসী রে দেখা হচ্ছে আবার’…”
রূপাঞ্জনা আরও লেখেন, ‘জানতাম না ওইটাই আমাদের শেষ দেখা…ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতন নতুন শিল্পীদের bully হওয়া থেকে বাঁচাতে সেই সময়…স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবো…তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়…তোমাকেও টাটা বলছি আজ…Have a safe journey!! Goodbye!! পার্থ সারথি দেব।’
ব্যক্তিগত জীবনে একসময় দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের সেই সম্পর্কে তিক্ততা তৈরি হয়। পরবর্তীতে আইনি বিচ্ছেদও হয়ে যায় দুজনের। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অভিনেতার অসুস্থতায় সাবেক স্ত্রী বিনীতা বা তার মেয়ে কেউই খোঁজ নেননি বলে জানা গেছে।
প্রসঙ্গত, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘প্রেম আমার’ ‘লাঠি’,-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ হয় তার। এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন পার্থসারথি দেব।